দোহায় ‘ডু অর ডাই’ ম্যাচে জিতলেই ইতিহাস লিখবে ভারত

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে (AFC U23 Asian Cup Qualifiers) দুর্দান্ত সূচনার পর ভারতের (India Football Team) সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ কাতার (Qatar)।…

India Football Team eye big step in AFC U23 Asian Cup Qualifiers against hosts Qatar

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে (AFC U23 Asian Cup Qualifiers) দুর্দান্ত সূচনার পর ভারতের (India Football Team) সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ কাতার (Qatar)। শনিবার (৬ সেপ্টেম্বর) দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে রাত ১০:৩০টায় (ভারতীয় সময়) মুখোমুখি হবে দুই দল।

আর্জেন্টিনায় ‘শেষ ম্যাচ’ খেলেই ইতিহাস গড়লেন মেসি

   

প্রথম ম্যাচে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ব্লু কোল্টসরা। এবার তাকিয়ে ইতিহাস গড়ার দিকে। এখন পর্যন্ত ভারত কখনই এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে মূলপর্বে খেলার সুযোগ পায়নি। গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি সুযোগ পাবে সৌদি আরবে অনুষ্ঠিত মূলপর্বে, আর ১১টি গ্রুপের মধ্যে সেরা চারটি দ্বিতীয় স্থানাধিকারী দল পাবে অতিরিক্ত টিকিট। ফলে কাতারের বিপক্ষে ম্যাচ ভারতের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে স্বপ্নে বড় ভূমিকা রাখতে পারে।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় দল আত্মবিশ্বাসী বলেই জানান কোচ নওশাদ মুসা।তিনি বলেন, “শুরুটা জয় দিয়ে করাটা সবসময়ই ভালো দিক। সেটা আমাদের অনেকটা আত্মবিশ্বাস দিয়েছে। তাই কাতারের বিপক্ষে যদি আমরা ভালো করি, তাহলে যোগ্যতা অর্জন করার বড় সুযোগ আমাদের সামনে থাকবে।”

১১ গোলের বৃষ্টিতে থাইকে চূর্ণ-বিচূর্ণ করল ভারতের মেয়েরা

তবে কাতার কিন্তু সহজ প্রতিপক্ষ নয়। নিজেদের প্রথম ম্যাচে তারা ব্রুনাই দারুসসালামকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। তাদের আক্রমণাত্মক খেলার ধরণ নিয়ে সতর্ক মুসা জানান, “ওরা এশিয়ার অন্যতম সেরা দল। ওদের খেলার ধরন একেবারে আলাদা। ছোট পাস, দ্রুত বল বদল আর উইং থেকে ক্রস সবকিছু বন্ধ করতে হবে আমাদের।”

Advertisements

ভারতের প্রস্তুতি পর্বও ছিল সুদৃঢ়। বেঙ্গালুরুতে ২০ দিনের ক্যাম্পের পর মালয়েশিয়ায় ইরাকের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে দল। কোচ বলেন, “আমরা দলে টিমওয়ার্ক নিয়ে অনেক কাজ করেছি। আগ্রাসী ফুটবল খেলেছি। কাতারের বিরুদ্ধে ভুলের কোনো সুযোগ নেই।”

সফল অস্ত্রোপচার সন্দেশের, কবে মাঠে ফিরবেন? জানালেন ভারতীয় ডিফেন্ডার

মাঠ এবং আবহাওয়ার দিক থেকে স্বাগতিক সুবিধা থাকলেও ভারতীয় শিবির বলছে তারা ইতিমধ্যেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। সেই প্রসঙ্গে ভারতীয় কোচের ধারণা, “আমরা এখানে এক সপ্তাহের বেশি সময় ধরে আছি। একটা ম্যাচ খেলেছি, প্রতিদিন অনুশীলন করেছি। রাতের ম্যাচ হওয়ায় আবহাওয়াও তেমন সমস্যা করবে না।”

এই বাছাইপর্ব শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ বলেও উল্লেখ করে কোচ বলেন, “যদি আমরা যোগ্যাতা অর্জন করতে পারি, তাহলে আরও ক্যাম্প হবে, ফ্রেন্ডলি ম্যাচ হবে। সেটা শুধু এশিয়ান কাপের জন্য নয়, ২০২৬ এশিয়ান গেমসের জন্যও গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতাই সবচেয়ে বড় বিষয়।”

India Football Team eye big step in AFC U23 Asian Cup Qualifiers against hosts Qatar