সফল অস্ত্রোপচার সন্দেশের, কবে মাঠে ফিরবেন? জানালেন ভারতীয় ডিফেন্ডার

ভারতের ফুটবল দলের (India Football Team) নির্ভরযোগ্য সেন্টার ব্যাক সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কাফা নেশনস কাপের (CAFA Nations Cup 2025) মাঝপথেই।…

Sandesh Jhingan undergoes successful surgery in Goa after injury during CAFA Nations Cup 2025

ভারতের ফুটবল দলের (India Football Team) নির্ভরযোগ্য সেন্টার ব্যাক সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কাফা নেশনস কাপের (CAFA Nations Cup 2025) মাঝপথেই। এবার সেই চোটের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গোয়ায় তাঁর গালের হাড়ের সফল অস্ত্রোপচার হয়েছে বৃহস্পতিবার। সে বিষয়ে নিশ্চিত করেছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং সন্দেশের আইএসএল ক্লাব এফসি গোয়া (FC Goa)। বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি, তবে দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে মনোযোগী এই অভিজ্ঞ ডিফেন্ডার।

৩২ বছর বয়সি এই ফুটবলার ইরানের বিরুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন মুখে চোট পান। যদিও চোট পেয়েও তিনি পুরো ৯০ মিনিট খেলে যান। ম্যাচ শেষে স্ক্যানে ধরা পড়ে চোয়ালের হাড় ভেঙে গিয়েছে তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর বৃহস্পতিবার গোয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তাঁর অস্ত্রোপচার হয়। এই খবর নিশ্চিত করেছেন এফসি গোয়ার সিইও রবি পুষ্কর।

   

ফেডারেশনের তরফ থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, “সন্দেশ সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা এবং প্রয়োজনীয় সকল সাহায্য যাতে পায়, তার জন্য AIFF এবং FC Goa একসঙ্গে কাজ করছে। তাঁর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। জাতীয় দায়িত্ব পালনের সময় চোট পাওয়া খেলোয়াড়দের পাশে সব সময় থাকে ফেডারেশন।”

এদিকে, অস্ত্রোপচারের পর সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন সন্দেশ ঝিঙ্গান। তিনি লিখেছেন, “ঈশ্বরের কৃপায় এবং ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফসি গোয়ার সহায়তায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন রিকভারি শুরু। মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি। স্পষ্ট করে দিতে চাই, পুরো ম্যাচ খেলার সিদ্ধান্ত আমারই ছিল।”

তাজিকিস্তানের বিরুদ্ধে কাফা নেশনস কাপে ভারতের জয়সূচক গোলটি করেছিলেন সন্দেশ। সেই ম্যাচে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল সকলের। তবে ইরানের বিরুদ্ধে ম্যাচে মুখে চোট পেয়ে তাঁকে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয়। আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাওয়া যায়নি এবং সিঙ্গাপুরের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচেও খেলতে পারবেন না তিনি।

Advertisements

এই চোট সন্দেশের কেরিয়ারের এক বড় ধাক্কা। জাতীয় দলের পাশাপাশি আইএসএলে এফসি গোয়ার হয়েও তিনি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে আইএসএল-এর শুরুর দিকে তাঁকে না পাওয়া গোয়ার জন্যও বড় ধাক্কা হতে চলেছে। ফেডারেশনের তরফ থেকে আরও জানানো হয়েছে, “AIFF এবং FC Goa সম্মিলিতভাবে কাজ করছে যাতে সন্দেশ দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন। FC Goa-র বোঝাপড়ার জন্য আমরা কৃতজ্ঞ।”

ভারতের নতুন কোচ খালিদ জামিলের জন্যও সন্দেশের এই চোট এক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেই দলের রক্ষণভাগে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। মাঠে তাঁর উপস্থিতি যেমন শক্তির জোগান দেয়, তেমনি ড্রেসিংরুমেও তাঁর অভিজ্ঞতা অনন্য। খালিদ জামিলও নিশ্চয়ই চাইবেন, এই অভিজ্ঞ ডিফেন্ডার দ্রুত সুস্থ হয়ে দলে ফিরুক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sandesh Jhingan (@sandesh21jhingan)

India Football Team defender Sandesh Jhingan undergoes successful surgery in Goa after injury during CAFA Nations Cup 2025