কারাচিতে উড়বে ভারতীয় তেরঙ্গা, BCCI-এর ‘হুঙ্কারে’ নতিস্বীকার পাকিস্তানের

আগামী ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির ( ICC Champions Trophy) মাঠে ভারতের সঙ্গে পাকিস্তানের (India vs Pakistan) মহারণ। তবে তার আগে বিতর্কের কেন্দ্রে ছিল পাকিস্তান ক্রিকেট…

আগামী ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির ( ICC Champions Trophy) মাঠে ভারতের সঙ্গে পাকিস্তানের (India vs Pakistan) মহারণ। তবে তার আগে বিতর্কের কেন্দ্রে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এক চমকপ্রদ ঘটনা ঘটে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ভারতীয় জাতীয় পতাকা উড়িয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা এবং বিতর্কের সৃষ্টি হয়। তবে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত বদল করে ভারতীয় তেরঙ্গাকে পাকভূমে উড়িয়ে দিতে বাধ্য হয় পিসিবি।

আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি আয়োজক দেশকে তাদের মাটিতে খেলা প্রতিটি দলের পতাকা উড়ানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দু’দিন পাকিস্তানের করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা দেখা যায়নি। এই ঘটনা নিয়ে ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় পিসিবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।

   

পাকিস্তান ক্রিকেট বোর্ড এই পরিস্থিতি ব্যাখ্যা করে বলেছিল যে দলের খেলোয়াড়রা পাকিস্তানে খেলবেন, শুধুমাত্র তাদের পতাকা উড়বে। তবে ভারতের ক্ষেত্রে যেহেতু তারা দুবাইয়ে খেলা চালিয়ে যাবে, তাই পাকিস্তানের স্টেডিয়ামে ভারতীয় পতাকা রাখা হয়নি। কিন্তু পিসিবির এই যুক্তি শেষমেশ বাস্তবে কার্যকর হয়নি।

বিসিসিআইয়ের ভাইস-চেয়ারম্যান রাজীব শুক্লা বিষয়টি নিয়ে সরাসরি হস্তক্ষেপ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশ্চিত করতে হবে, যাতে অন্যান্য দেশের পতাকার সঙ্গে ভারতের তেরঙ্গাও উড়ে। রাজীব শুক্লার এই ‘হুঙ্কারে’ পিসিবি বাধ্য হয় সিদ্ধান্ত বদলাতে। মঙ্গলবার রাতেই সেই ‘ফয়সালা’ আসে এবং টুর্নামেন্ট শুরুর দিন পাকিস্তানে ভারতের পতাকা উড়ানো হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্রিকেটপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘ভারতীয় পতাকা না রাখার সিদ্ধান্ত ছিল অত্যন্ত অদূরদর্শী এবং ভুল।’’ এই ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে পাকিস্তান এবং ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে ‘রাজনৈতিক’ তিক্ততা নিয়ে নানা মন্তব্যও চলছে।

এখন প্রশ্ন উঠছে এই ঘটনার পর কি পিসিবি আবারও বিসিসিআইয়ের সঙ্গে বিরোধে জড়ানোর সাহস করবে? ভারতের ক্রিকেট সাপোর্টাররা এবং বিসিসিআইয়ের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে এমন ধরনের ‘রাজনৈতিক’ কাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এতদিন পাকিস্তান ক্রিকেট বোর্ড একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, তবে এবার তারাই বাধ্য হলো নিজেদের ভুল স্বীকার করতে। পরবর্তীতে যদি এমন পরিস্থিতি আর সৃষ্টি হয়, তবে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেটের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে, যা পাকিস্তান বোর্ডের জন্য যথেষ্ট শঙ্কার সৃষ্টি করবে।

এতসব বিতর্কের পর ২৩ ফেব্রুয়ারি মাঠে কেমন হবে ভারত-পাকিস্তান মহারণ, তা সময়ই বলবে। তবে, এই ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য এক বড় শিক্ষা হয়ে থাকবে।