জয়ের ধারা অব্যাহত ভারতীয় ফুটবল দলের। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ ইন্টারকন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup) দ্বিতীয় ম্যাচে ভানুয়াতুর মুখোমুখি হয়েছিল ব্লু টাইগার্সরা। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় সুনীল ব্রিগেড। গোলদাতা দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আজকের এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্টের ফাইনালে উঠে যায় ভারত।
গত ম্যাচে মাঙ্গোলিয়ার বিপক্ষে জয় পাওয়ার দরুন আজ যথেষ্ট আত্মবিশ্বাসের সহিত মাঠে নামে নাওরেম-নন্দকুমার শেখররা। খেলার একেবারে শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে ভারতীয় ফুটবলাররা। তবে বারবার প্রতিপক্ষের ডিফেন্ডারদের সামনে আটকে যেতে হচ্ছিল দলের ফরোয়ার্ড লাইনকে। নাওরেম মহেশের তরফ থেকে একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন লিস্টনরা। যারফলে, প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল।
তবে দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমণ আরও তীব্রতর হয়ে ওঠে। যারফলে ম্যাচের ঠিক ৮৫ মিনিটের মাথায় শুভাশিস বোসের ভাসানো বল থেকে দূরন্ত শট মেরে বল গোলে ঠেলে দেন সুনীল ছেত্রী। যারফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। এই গোলের পরেই সেলিব্রেশন করে নতুন সদস্যের আশার কথা জানিয়ে দেন ছেত্রী। নব্বই মিনিট ও তার পরবর্তী সময় পর্যন্ত বজায় থাকে এই খেলার ফলাফল। যার জেরে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে উঠে যায় গুরপ্রীতরা। আগামী ১৫ তারিখ গ্রুপ ম্যাচে লেবাননের মুখোমুখি হবে ব্লু টাইগার্সরা।