প্যারিসের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি, হকিতে জাপানকে গুঁড়িয়ে দাপট ভারতের

প্যারিস অলিম্পিকের পর থেকেই সাফল্য যেন পিছু ছাড়ছে না ভারতীয় হকি দলের। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন শ্রীজেশ- সুখজিৎ- উত্তমরা। অলিম্পিকের হিরো…

India Defeats Japan 5-1 to Secure Top Spot in Points Table

প্যারিস অলিম্পিকের পর থেকেই সাফল্য যেন পিছু ছাড়ছে না ভারতীয় হকি দলের। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন শ্রীজেশ- সুখজিৎ- উত্তমরা। অলিম্পিকের হিরো শ্রীজেশ দেশকে পদক জেতানোর পরই অবসর নিয়েছন। তবে শ্রীজেশ অবসর নিলেও পারফরম্যান্সের ধারা অব্যাহত ভারতীয় হকি দলের। চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Hockey Champions Trophy 2024) খেলতে নেমেই ৫ -১ গোলে জাপানকে হারালো ভারত। এদিন জাপানকে হারানোর সৌজন্যে পর পর দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো ভারত।

চীনের মোকি ট্রেনিং বেসে জাপানের বিরুদ্ধে খেলতে নেমে ধ্বংসাত্মক মেজাজেই শুরু করে টিম ইন্ডিয়া। ম্যাচের মাত্র দু মিনিটেই গোল করেন ভারতের তারকা খেলোয়াড় সুখজিৎ সিং। মুহূর্তের মধ্যেই ফের আক্রমনে যায় হরমনপ্রীত সিংয়ের দল। এবার গোল করেন অভিষেক নয়ন। অভিষেকের গোলের ফলে প্রথমার্ধে জাপানের থেকে ২-০ গোলে এগিয়ে থাকে ভারত। প্রথমার্ধে ২৭ মিনিটের মাথায় আরও একটি সুযোগ মিস না হলে হয়তো স্কোরলাইন হতো ৩-০।

   

রশিদকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের মাটিতে নামছে আফগানিস্তান

দ্বিতীয়ার্ধে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন সঞ্জয় রানা। তবে এদিন ম্যাচের তৃতীয়ার্ধ ছাড়া সেভাবে খেলতে পারেনি ফুশিয়ামা রাইকার দল। তৃতীয়ার্ধে জাপানের মুশতোমো গোল করে দলকে কিছুটা ম্যাচে ফেরান। ভারতীয় ডিফেন্ডার যোগরাজ সিংকে পরাস্ত করে এদিন মুশতোমোর গোলটা ম্যাচের অন্যতম হাইলাইটস থাকবে। তবে সেটি করেও লাভ হয়নি জাপানের। ভারতের হয়ে চতুর্থ গোলটি করেন স্ট্রাইকার উত্তম সিং। এরপরই চতুথার্ধে শেষের দিকে ভারতের হয়ে পঞ্চম গোলটি করে জাপানের কফিনে শেষ পেরেকটি পোতেন ভারতের সুখজিৎ সিং।

ডোপিং বিতর্ক অতীত, যুক্তরাষ্ট্রের আশা ধ্বংস করে ইতিহাস গড়লেন সিনার

এদিন ম্যাচে ভারতের হয়ে জোড়া গোল করে বেশ আত্মবিশ্বাসী সুখজিৎ বলেন, ” ভারতের হয়ে গোল করাটা সবসময়ই খুব সুখকর। নিজের সেরাটা দিয়েই সাফল্য পেয়েছি। জোড়া গোল করে নিজেকে বেশ ফুরফুরে লাগছে।” প্রসঙ্গত চলতি এশিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুতে আয়োজক দেশ চীনকে ৩-০ গোলে হারিয়েছিল গতবারের বিজয়ী ভারত। এবার জাপানের বিরুদ্ধে (Asian Hockey Champions Trophy 2024) জিতে নিজের শীর্ষস্থান ধরে রাখল টিম ইন্ডিয়া। তবে জাপানের বিরুদ্ধে এই জয় যে আগামী দিনে ভারতীয় হকি দলকে এককদম এগিয়ে রাখবে সে বিষয়ে কোনো দ্বিমত নেই।