শেষ হল মরু শহর দুবাইতে এশিয়া কাপের মহারণ (Asia Cup Final) ৪১ বছর পর গড়ল ভারত (Asia Cup 2025)। শেষ ম্যাচেও পাকিস্তানকে কোন ঠাসা করে ট্রফি হাতে তুলে নিল ভারত (India vs Pakistan)। টানা তিনবার পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় দল (Indian Cricket Team)। পাকিস্তানের প্রথম ইনিংসে দশম ওভারেই আসে প্রথম ব্রেকথ্রু (India Cricket News)। বরুণ চক্রবর্তীর বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ফারহান (৫৭)। সেখান থেকেই শুরু ভারতের স্পিন ঘূর্ণির দাপট (Bengali Sports News)।
১১ থেকে ১৯ ওভারের মধ্যেই পাকিস্তান হারায় ৯টি উইকেট। যদিও এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা কুলদীপ যাদব এবং বরুন চক্রবর্তীর। এক ওভারে তিনটি উইকেট নিয়ে কার্যত পাকিস্তানের ইনিংস ধ্বংস করে দেন চায়নাম্যান স্পিনার। তাঁর শিকার হন সলমন আঘা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরফ। শেষে ১৯.১ ওভারে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
কেরালায় কংগ্রেসের স্বাক্ষর অভিযানে যোগ দিলেন ভেনুগোপাল
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান বোলারদের দাপটে কিছুটা ছন্নছাড়া ব্যাটিং করা শুরু করে ভারত। অভিষেক শর্মা ৫ রানে, গিল ১২ এবং অধিনায়ক সূর্যকে ফিরতে হয় মাত্র ১ রানে। একটা সময় মনোবল ভেঙে গিয়েছিল ভারতীয় সাপোর্টারদের। তারপরেই সিরিজে আসেন তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসন। দুজনে মিলে প্রায় ৬০ রানের পার্টনারশীপ খেলে দলকে নিয়ে যান স্থিতিশীল জায়গায়। দুর্দান্ত ভরসা যোগ্য ইনিংস খেলে ২৪ রানে প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু।
এরপর অলরাউন্ডার শিবম দুবে ক্রিজে এসে তিলকের সঙ্গে হাল ধরেন ভারতের ব্যাটিং ইউনিটের। মারাত্মক আক্রমণাত্মক ইনিংস খেলে ৩৩ রান করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান শিবম। শিবম ফিরে গেলে রিঙ্কু এবং তিলক ভারত কে ম্যাচ জিতিয়ে ইতিহাসের দোরগোড়ায় নিয়ে যান তারা। তিলক ভার্মা ৫৩ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন।
𝗖. 𝗛. 𝗔. 𝗠. 𝗣. 𝗜. 𝗢. 𝗡. 𝗦 🏆
A dominant performance capped by an unbeaten campaign 💪
Congratulations to #TeamIndia on winning #AsiaCup2025 🇮🇳 🥳
Scorecard ▶️ https://t.co/0VXKuKPkE2#Final pic.twitter.com/n9fYeHfByB
— BCCI (@BCCI) September 28, 2025