১৮ নম্বর জার্সির জাদু! কোহলিরকে টপকে রেকর্ড বুকে প্রথম স্মৃতি

বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ভারতের (India) মহিলা ক্রিকেট দল। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের মাপার এটাই ছিল…

India Cricketer Smriti Mandhana breaks Virat Kohli fastest ODI century record against Australia

বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ভারতের (India) মহিলা ক্রিকেট দল। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের মাপার এটাই ছিল সবচেয়ে বড় সুযোগ (India Cricket News)। আর সেই চ্যালেঞ্জেই দারুণভাবে উত্তীর্ণ হলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ব্যাট হাতে ঝড় তুলে শুধু দলের ভরসা হয়ে উঠলেন না, গড়লেন এক অনন্য রেকর্ডও (fastest century in odi)। ভাঙলেন বিরাট কোহলির (Virat Kohli) বহু প্রতীক্ষিত দ্রুততম সেঞ্চুরির রেকর্ড (ODI century record)।

Advertisements

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে বিশাল রান তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসের মূল কান্ডারি হয়ে ওঠেন স্মৃতি মান্ধানা। মাত্র ৫০ বলেই সেঞ্চুরি পূর্ণ করে নতুন রেকর্ড গড়েন এই বাঁ-হাতি ওপেনার। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২৫ রানের এক ঝকঝকে ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি ও ৫টি ছক্কা।

Advertisements

এই সেঞ্চুরি স্মৃতিকে এনে দিয়েছে এক বিশেষ সম্মান। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে, পুরুষ ও মহিলা মিলিয়ে, ওয়ানডে ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন তাঁর দখলে। এতদিন এই নজির ছিল বিরাট কোহলির নামে। তিনি ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন। আজ তাঁর সেই রেকর্ডকে পিছনে ফেলে দিলেন স্মৃতি।

বিশেষ করে এই রেকর্ড আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এক আকর্ষণীয় মিলের কারণে। বিরাট ও স্মৃতি দু’জনেই ভারতীয় দলে ১৮ নম্বর জার্সি পরে খেলেন। দু’জনেই এই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।

অন্যদিকে, মহিলা ক্রিকেটে বিশ্বব্যাপী দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনও অক্ষত রয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং ৪৫ বলে সেঞ্চুরি করে সেই শীর্ষস্থানে রয়েছেন। তবে তাঁর পরেই এখন নাম উঠল ভারতের স্মৃতি মান্ধানার।

মহিলা বিশ্বকাপের আগে স্মৃতি মান্ধানার ব্যাটিং ভারতীয় মহিলা ক্রিকেটে আশার আলো দেখাচ্ছে। ফলত এমন ইনিংস দলের মনোবল বাড়াবে নিঃসন্দেহে। কোহলির মতো কিংবদন্তির রেকর্ড ভেঙে স্মৃতি বুঝিয়ে দিলেন, ভারতীয় মহিলা ক্রিকেটও আন্তর্জাতিক মঞ্চে নতুন যুগের সূচনা করছে।