ভারতের অন্যতম নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটার (India Cricketer) শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সম্ভবত আগামী ৬ মাস লাল বলের ক্রিকেট (Test Cricket) থেকে ছুটি নিচ্ছেন তিনি। ছুটি চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কাছে আবেদন করেছেন শ্রেয়স। পিঠের পুরনো চোট আবার মাথাচাড়া দিয়ে ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন তারকা ব্যাটার (India Cricket News)। তবে সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। এমনকি আসন্ন অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারত ‘এ’ দলের নেতৃত্ব দেবেন শ্রেয়স (Bengali Sports News)।
এই ঘটনায় ক্রিকেটমহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি শ্রেয়সের টেস্ট কেরিয়ার শেষের পথে? কারণ ভারতের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা দেশের বিপক্ষে মতো গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। রঞ্জি ট্রফির শুরুর দিকেও শ্রেয়সকে পাওয়া যাবে না। বিসিসিআই সূত্রে খবর, শ্রেয়স নিজেই বোর্ডকে একটি চিঠি লিখে লাল বলের ক্রিকেট থেকে ছ’মাসের বিশ্রাম চেয়েছেন। বোর্ড সেই অনুরোধ মঞ্জুর করেছে।
বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “ইংল্যান্ডে অস্ত্রোপচারের পর শ্রেয়সের পুনরুদ্ধার প্রক্রিয়া ঠিকঠাকই চলছিল। কিন্তু সম্প্রতি আবারও লাল বলের ক্রিকেটে খেলতে গিয়ে তাঁর পিঠে সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থায় তিনি কিছুটা সময় নিয়ে শরীরের সহনশীলতা ও শক্তি বাড়াতে চান। তাঁর অনুরোধ মেনে নেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরুর আগেই আচমকা ভারত ‘এ’ দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যান শ্রেয়স। অথচ তিনিই ছিলেন সেই দলের অধিনায়ক। এরপরেই উঠে আসে পিঠের পেশির সমস্যার কথা। জানা গিয়েছে, টানা চার দিন মাঠে থাকার ধকল নিতে পারছেন না মুম্বইয়ের এই ক্রিকেটার। গত রঞ্জি ট্রফির সময়েও একই সমস্যায় ভুগেছিলেন তিনি।
এই মুহূর্তে শ্রেয়সের মূল লক্ষ্য শরীরকে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা। কারণ আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে রয়েছে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে শ্রেয়সের খেলা নিয়ে এখনও সুরাহা হয়নি, তবে বোর্ডের তরফে জানানো হয়েছে। তাঁকে ভবিষ্যতের জন্য তৈরি রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক বোর্ড কর্তা বলেন, “শ্রেয়স খুবই স্পষ্টভাবে তাঁর সমস্যার কথা জানিয়েছেন। এটা ইতিবাচক পদক্ষেপ। নির্বাচকরাও সিদ্ধান্ত নিতে সুবিধা পাচ্ছেন। শারীরিক ফিটনেসের ব্যাপারে কিছু দিন পর ফের মূল্যায়ন করা হবে।”
যদিও ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে, শুধু ফিটনেস নাকি আরও গভীর কোনও কারণ আছে এই বিরতির পিছনে? কারণ আইপিএল এবং সীমিত ওভারের ম্যাচে নিয়মিত খেলে যাচ্ছেন শ্রেয়স। তাহলে লাল বলেই সমস্যা কেন? বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট ক্রিকেটের দীর্ঘ সময় মাঠে থাকার চাপ ও ফিল্ডিংয়ের ধকল অনেক বেশি, যা শ্রেয়সের চোটপ্রবণ পিঠের জন্য ঝুঁকিপূর্ণ।
Shreyas Iyer has informed the BCCI of his decision to take a six-month break from red-ball cricket. Having undergone back surgery in the UK and managed his recovery well, he has recently experienced recurring back spasms and stiffness while playing the longer format.#ShreyasIyer
— cricvik (@cricvik7) September 25, 2025
India Cricketer Shreyas Iyer takes 6 month break from Test Cricket

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
