লাল বলকে বিদায় তারকা ক্রিকেটারের? খেলবেন সাদা বলের ম্যাচ

India Cricketer Shreyas Iyer takes 6 month break from Test Cricket

ভারতের অন্যতম নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটার (India Cricketer) শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সম্ভবত আগামী ৬ মাস লাল বলের ক্রিকেট (Test Cricket) থেকে ছুটি নিচ্ছেন তিনি। ছুটি চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কাছে আবেদন করেছেন শ্রেয়স। পিঠের পুরনো চোট আবার মাথাচাড়া দিয়ে ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন তারকা ব্যাটার (India Cricket News)। তবে সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। এমনকি আসন্ন অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারত ‘এ’ দলের নেতৃত্ব দেবেন শ্রেয়স (Bengali Sports News)।

এই ঘটনায় ক্রিকেটমহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি শ্রেয়সের টেস্ট কেরিয়ার শেষের পথে? কারণ ভারতের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা দেশের বিপক্ষে মতো গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। রঞ্জি ট্রফির শুরুর দিকেও শ্রেয়সকে পাওয়া যাবে না। বিসিসিআই সূত্রে খবর, শ্রেয়স নিজেই বোর্ডকে একটি চিঠি লিখে লাল বলের ক্রিকেট থেকে ছ’মাসের বিশ্রাম চেয়েছেন। বোর্ড সেই অনুরোধ মঞ্জুর করেছে।

   

বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “ইংল্যান্ডে অস্ত্রোপচারের পর শ্রেয়সের পুনরুদ্ধার প্রক্রিয়া ঠিকঠাকই চলছিল। কিন্তু সম্প্রতি আবারও লাল বলের ক্রিকেটে খেলতে গিয়ে তাঁর পিঠে সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থায় তিনি কিছুটা সময় নিয়ে শরীরের সহনশীলতা ও শক্তি বাড়াতে চান। তাঁর অনুরোধ মেনে নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরুর আগেই আচমকা ভারত ‘এ’ দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যান শ্রেয়স। অথচ তিনিই ছিলেন সেই দলের অধিনায়ক। এরপরেই উঠে আসে পিঠের পেশির সমস্যার কথা। জানা গিয়েছে, টানা চার দিন মাঠে থাকার ধকল নিতে পারছেন না মুম্বইয়ের এই ক্রিকেটার। গত রঞ্জি ট্রফির সময়েও একই সমস্যায় ভুগেছিলেন তিনি।

এই মুহূর্তে শ্রেয়সের মূল লক্ষ্য শরীরকে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা। কারণ আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে রয়েছে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে শ্রেয়সের খেলা নিয়ে এখনও সুরাহা হয়নি, তবে বোর্ডের তরফে জানানো হয়েছে। তাঁকে ভবিষ্যতের জন্য তৈরি রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বোর্ড কর্তা বলেন, “শ্রেয়স খুবই স্পষ্টভাবে তাঁর সমস্যার কথা জানিয়েছেন। এটা ইতিবাচক পদক্ষেপ। নির্বাচকরাও সিদ্ধান্ত নিতে সুবিধা পাচ্ছেন। শারীরিক ফিটনেসের ব্যাপারে কিছু দিন পর ফের মূল্যায়ন করা হবে।”

যদিও ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে, শুধু ফিটনেস নাকি আরও গভীর কোনও কারণ আছে এই বিরতির পিছনে? কারণ আইপিএল এবং সীমিত ওভারের ম্যাচে নিয়মিত খেলে যাচ্ছেন শ্রেয়স। তাহলে লাল বলেই সমস্যা কেন? বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট ক্রিকেটের দীর্ঘ সময় মাঠে থাকার চাপ ও ফিল্ডিংয়ের ধকল অনেক বেশি, যা শ্রেয়সের চোটপ্রবণ পিঠের জন্য ঝুঁকিপূর্ণ।

India Cricketer Shreyas Iyer takes 6 month break from Test Cricket

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleফর্ম A1 জমা না দিলে UPS-এর সুবিধা মিস হতে পারে, জানালো PFRDA
Next article১ অক্টোবর থেকে IRCTC টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।