HomeSports NewsVirat Kohli : চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বিরাটের ভবিষ্যৎ কী?

Virat Kohli : চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বিরাটের ভবিষ্যৎ কী?

- Advertisement -

নাগপুরে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে (ODI) বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। দলের সঙ্গে থেকেও খেলতে নামবেন না অন্যতম তারকা (Star) ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। টসের সময় অধিনায়ক রোহিত শর্মা জানান, হাঁটুর চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না কোহলি। গতকাল রাতেই হাঁটুতে সমস্যা অনুভব করেন তিনি এবং আজ সকালে তাকে হাঁটুর স্ট্র্যাপ বাঁধতে দেখা যায়। তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) কি খেলতে পারবেন তিনি? এই নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

রোহিত শর্মা টসের পর বলেন, “দুর্ভাগ্যবশত, বিরাট কোহলি আজ খেলতে পারছে না। গতকাল রাতে তার হাঁটুতে কিছু একটা সমস্যা হয়েছে, যার কারণে তাকে বিশ্রামে থাকতে হচ্ছে।” কোহলি ছাড়া ভারতীয় দলে দুটি নতুন মুখ দেখা যাবে। অন্যদিকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটে অভিষেক হয়েছে দুই ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবং হর্ষিত রানার। যদিও তারা ইতিমধ্যেই টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন, তবে এক দিনের ক্রিকেটে আজ তারা নিজেদের প্রথম অভিষেক করবেন।

   

অভিষেক নিয়ে যশস্বী জানিয়েছেন, “আমার জন্য এক বিশাল সুযোগ। আমি প্রস্তুত এবং ভারতীয় দলের হয়ে ভাল খেলতে চাই।” চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতির কথা মাথায় রেখে তার এক দিনের ক্রিকেটে অভিষেক হচ্ছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। তার ওপেনিংয়ের দক্ষতা এবং টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স তাকে এক দিনের ক্রিকেটেও ভারতের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গড়ে তুলেছে।

অপরদিকে, হর্ষিত রানা গত বছর আইপিএলে নাইটের হয়ে ভালো খেলার পর থেকেই চর্চায় ছিলেন। তার দুর্দান্ত বোলিং দক্ষতা তাকে এক দিনের দলে জায়গা করে দিয়েছে। অস্ট্রেলিয়া সফরে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর, এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের ক্রিকেটে তার বোলিং দেখতে পাবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

এছাড়া, বিশ্বকাপের পর ভারতের এক দিনের দলে ফিরেছেন পেসার মহম্মদ শামি। কোহলি না থাকায় শ্রেয়স আয়ারকে তিন নম্বরে ব্যাট করতে হবে এবং শুভমন গিল চার নম্বরে নামবেন। উইকেটকিপারের দায়িত্বে কেএল রাহুল থাকবেন, যদিও ঋষভ পন্থকে এই দায়িত্বে দেখা যাবে না।

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, “আমরা টস হারলেও চিন্তিত নই। আমাদের প্রথম বল করার পরিকল্পনা ছিল। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলা এবং শেষ দিকে ম্যাচে সঠিকভাবে পারফর্ম করা।” রোহিত আরও বলেন, “অস্ট্রেলিয়া সফরের পর প্রথমবার ভারতের জার্সি পরে মাঠে নামছি। ভালো পারফরম্যান্স দিতে প্রস্তুত। যত বেশি সুযোগ পাব, তা কাজে লাগাতে চাই।”

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular