মাথায় হাত বোর্ডের! ফিটনেস টেস্টে কী হাল গিল সহ ৮ ক্রিকেটারের?

৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপের (Asia Cup) আগে ভারতীয় ক্রিকেটারদের (India Cricket Team) ফিটনেস পরীক্ষার পর্যায় শেষ হয়েছে। বেঙ্গালুরুর বিসিসিআই (BCCI) সেন্টার…

India Cricket Team Shubman Gill with 8 cricketers pass BCCI fitness test for Asia Cup 2025

৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপের (Asia Cup) আগে ভারতীয় ক্রিকেটারদের (India Cricket Team) ফিটনেস পরীক্ষার পর্যায় শেষ হয়েছে। বেঙ্গালুরুর বিসিসিআই (BCCI) সেন্টার অফ এক্সিলেন্সে অনুষ্ঠিত প্রাক-মরসুম ফিটনেস ক্যাম্পে অংশ নিয়েছিলেন দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুভমন গিল (Shubman Gill), রোহিত শর্মা (Rohit Sharma), যশপ্রীত বুমরাহ, জিতেশ শর্মা-সহ আরও অনেকে। এশিয়া কাপে ভারতের প্রস্তুতি এখন সম্পূর্ণ বলেই জানাচ্ছে বিসিসিআই সূত্র।

রাজস্থান থেকে রাহুলকে ‘লাথি মেরে বার’! তোপ দাগলেন প্রাক্তনী

   

২৫ বছর বয়সী পঞ্জাবের ব্যাটসম্যান শুভমন গিল, যিনি জ্বরের কারণে সদ্য শেষ হওয়া দলীপ ট্রফি থেকে সরে দাঁড়িয়েছিলেন। কারণ, ওই প্রতিযোগিতায় গিল উত্তরাঞ্চলের অধিনায়ক ছিলেন এবং শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন। বিশ্রামের পর ফিটনেস ফিরে পাওয়া গিল এখন এশিয়া কাপের দলে সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন, যা তাঁর কেরিয়ারের এক নতুন অধ্যায়।

এদিকে ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যদিও তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন, তবে বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরের আগে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত রাখতেই রোহিত সেন্টার অফ এক্সিলেন্সে অনুশীলনে রয়েছেন। এমনকি অক্টোবর মাসে কানপুরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারতের হয়ে কিছু ওয়ানডে ম্যাচ খেলার সম্ভাবনাও রয়েছে তাঁর।

আত্মবিশ্বাসে ভর করে এশিয়ার দৈত্য ইরানকে চ্যালেঞ্জ জামিলের

এই ফিটনেস ক্যাম্পে উপস্থিত ছিলেন যশপ্রীত বুমরাহ এবং জিতেশ শর্মাও। দু’জনেই নির্ধারিত প্যারামিটার অনুযায়ী সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়াও ছিলেন মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর। এঁরাও প্রত্যেকেই ফিটনেস টেস্টে সফল। জয়সওয়াল ও সুন্দর এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন, আর শার্দুল ৪ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফির সেমিফাইনালে ওয়েস্ট জোনের অধিনায়ক হিসাবে খেলবেন।

এবারের ফিটনেস পরীক্ষায় স্ট্যান্ডার্ড ইয়ো-ইয়ো পরীক্ষার পাশাপাশি যুক্ত হয়েছে ডিএক্সএ স্ক্যান, যা হাড়ের ঘনত্ব এবং বডি কম্পোজিশন বিশ্লেষণে ব্যবহৃত হয়। খেলোয়াড়দের সামগ্রিক শারীরিক অবস্থা বুঝতেই এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিসিসিআই মেডিকেল টিম।

Advertisements

অন্যদিকে, এশিয়া কাপ দলের অন্যান্য সদস্য যেমন অর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং স্ট্যান্ডবাই খেলোয়াড় রিয়ান পরাগ ইতিমধ্যেই দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে তাদের নিজ নিজ জোনাল দলের হয়ে অংশ নিয়েছেন। সেহেতু তাদের জন্য আলাদা করে ফিটনেস পরীক্ষার প্রয়োজন পড়েনি।

কলকাতায় পা রাখলেন বাগানের নয়া ব্রাজিলিয়ান ‘গোলমেশিন’ রবসন

উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেল, যিনি স্ট্যান্ডবাই তালিকায় আছেন, কুঁচকির চোটের কারণে দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে অংশ নিতে পারেননি। বর্তমানে তিনি বিসিসিআইয়ের মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর ফিটনেস রিপোর্ট অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সেন্টার অফ এক্সিলেন্সে সম্পন্ন হওয়া এই ফিটনেস ক্যাম্প ভারতের এশিয়া কাপ প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন নির্বাচকরা। খেলোয়াড়দের মানসিক এবং শারীরিক প্রস্তুতি দুই দিক থেকেই এই ক্যাম্প অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো দল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এবং তারপর থেকেই শুরু হবে এশিয়া কাপ জয়ের লক্ষ্যে ভারতের অভিযান।

India Cricket Team Shubman Gill with 8 cricketers pass BCCI fitness test for Asia Cup 2025