ভারতের সম্ভাব্য একাদশে আধিপত্য তরুণদের, বাদ পড়বেন একাধিক অভিজ্ঞ! দেখুন এক নজরে

India Cricket Team predictions playing XI for Asia Cup 2025 against UAE

দিল্লি, ৫ সেপ্টেম্বর : দুবাইয়ের গরমে জমে উঠতে চলেছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। ১০ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের (UAE) বিরুদ্ধে খেলবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল (India Cricket Team)। যদিও এছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। সেখানে ভারতের লক্ষ্য একটাই, নবম শিরোপা জয়।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দলের নেতৃত্বে এসেছে ব্যাপক পরিবর্তন। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আক্রমণাত্মক ব্যাটার সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক করা হয়েছে ওপেনার শুভমন গিলকে। এই দুই ক্রিকেটারের কাঁধেই এবার দায়িত্ব ভারতীয় দলকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার।

   

দলে জায়গা পেয়েছেন এক ঝাঁক তরুণ প্রতিভা অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা এবং রিঙ্কু সিং। এদের ধারাবাহিক পারফরম্যান্সে ভর করেই নির্বাচকরা ভবিষ্যতের দলের রূপরেখা তৈরি করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টিকিটের দামে বিশেষ ছাড় আইসিসির, শ্রেয়ার কণ্ঠে সূচনা বিশ্বকাপের

দলের বোলিং বিভাগে বড় সংযোজন হলেন যশপ্রীত বুমরাহ। প্রায় এক বছরের বেশি সময় পর হোয়াইট-বল ক্রিকেটে ফিরছেন তিনি। ২০২৪ সালের বিশ্বকাপে ১৫ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বুমরাহ। তার প্রত্যাবর্তন ভারতীয় পেস আক্রমণে নতুন জোর যোগাবে, এমনটাই প্রত্যাশা।

বুমরাহর সঙ্গে পেস বিভাগে থাকছেন অর্শদীপ সিং এবং তরুণ পেসার হর্ষিত রানা। স্পিন বিভাগে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর অভিজ্ঞতা ভারতের জন্য বড় অস্ত্র হতে পারে উপমহাদেশীয় পিচে।

ব্যাটিং লাইন-আপে শুভমা গিল এবং অভিষেক শর্মা ওপেনিংয়ে সম্ভাব্য জুটি গঠন করবেন। তৃতীয় স্থানে দেখা যেতে পারে তিলক বর্মাকে, আর চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব নিজে। এরপর হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং উইকেটকিপার হিসাবে জিতেশ শর্মা। তাদের আগ্রাসী ব্যাটিং স্টাইল ভারতের মিডল অর্ডারকে করে তুলেছে আরও শক্তিশালী। সঞ্জু স্যামসন থাকলেও, প্রথম একাদশে জায়গা পেতে হলে তাঁকে জিতেশের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে।

ভারতের সম্ভাব্য একাদশ (Predicted Playing XI):

শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব

ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে দুবাইয়ে। ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচ আরব আমিরাতের বিরুদ্ধে, ১৪ সেপ্টেম্বর হবে মহারণ পাকিস্তানের বিপক্ষে, আর ১৯ সেপ্টেম্বর ওমানের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচ।

India Cricket Team predictions playing XI for Asia Cup 2025 against UAE

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleদিল্লি ডুবে গেছে বলা ভুল: জলমন্ত্রী
Next articleবেতন কমিশনের ঘোষণা ঘিরে কর্মীদের প্রত্যাশা তুঙ্গে, বেতন বাড়তে পারে ৩৪% পর্যন্ত
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।