HomeSports NewsVirat Kohli : রোহিতের পর বুমরাহ নন, অধিনায়কের দায়িত্বে বিরাট!

Virat Kohli : রোহিতের পর বুমরাহ নন, অধিনায়কের দায়িত্বে বিরাট!

- Advertisement -

ভারতের ক্রিকেট (India Cricket Team) দুনিয়ায় শুরু নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, ভারতের টেস্ট ক্যাপ্টেন্সি (Test Captaincy) ব্যাটন হাত ছাড়া হবে রোহিত শর্মার (Rohit Sharma)? চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিসিসিআই রোহিতের ভবিষ্যৎ ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনায় বসতে চায়, এ ব্যাপারে নিশ্চিত ইঙ্গিত পাওয়া গেছে। এরই মাঝে, ভারতের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) তার চিন্তাভাবনা প্রকাশ করেছেন। শোনা যাচ্ছে যে তিনি ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলিকে (Virat Kohli) ফেরানোর পক্ষে। গম্ভীরের এই প্রস্তাবে বিরাট কোহলি কি মন্তব্য করেছেন? এটি এখন ক্রিকেট মহলে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি যখন ভারতের টেস্ট দলের নেতৃত্বে ছিলেন, তার অধিনায়কত্বের মধ্যে এক বিশেষ আগ্রাসন ছিল। যা ভারতের দলকে একেবারে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল। কোহলি অধিনায়ক হওয়া সত্ত্বেও কোনো বড় টুর্নামেন্ট জিততে ব্যর্থ হয়। ভারতীয় ক্রিকেটে তার নেতৃত্বে দল অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে, বিশেষ করে বিদেশের মাটিতে। ভারতের ব্যাটিং ও বোলিং কৌশলকে কোহলি নতুন করে গড়ে তুলেছিলেন, যা ভারতের ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু করে।

   

গৌতম গম্ভীর, যিনি নিজেও ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, বর্তমানে কোচ হিসেবে কাজ করছেন। তিনি বিশ্বাস করেন যে, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ফেরার মাধ্যমে দলের আগ্রাসী মানসিকতা ফিরে আসবে। myKhel এর এক রিপোর্ট অনুযায়ী গম্ভীর জানিয়েছেন যে, ভারতীয় দলের কোচ হিসেবে তাকে এমন এক নেতা প্রয়োজন, যার অধীনে ভারত বিশ্বজুড়ে শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে আরো ভালো খেলতে পারবে। কোহলির আগ্রাসী নেতৃত্বের ধরন ভারতীয় দলের জন্য একটি বিশাল শক্তি ছিল, বিশেষ করে বিদেশী মাটিতে।

এদিকে, রোহিত শর্মার নেতৃত্বে ভারতের পারফরম্যান্স কিছুটা ম্লান হলেও, বোর্ড এখনো নিশ্চিত হয়নি যে, ভবিষ্যতে কে ভারতের টেস্ট অধিনায়ক হবে। রোহিতের নেতৃত্বের অধীনে ভারতের টেস্ট দলের পারফরম্যান্স কিছুটা অনিশ্চিত হয়ে উঠেছে, বিশেষ করে বিদেশ সফরে। তাই, কোহলিকে ফেরানো হতে পারে দলের জন্য উপকারী সিদ্ধান্ত, এমনটাই মনে করছেন গম্ভীর।

এছাড়া, বর্তমানে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়ার সম্ভাব্য দাবিদার হিসেবে উঠে আসছেন। বুমরাহ ব্যতিক্রমী বোলিং কৌশল এবং দলের জন্য তার ভূমিকা মুল্যবান হলেও, তার অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে বোর্ড তাকে এই দায়িত্ব দেওয়ার পক্ষে নাও যেতে পারে। তবে, শেষ পর্যন্ত ভারতের টেস্ট দলের নেতৃত্ব কে গ্রহণ করবে, তা বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

রোহিত শর্মা যদি দলের অধিনায়ক হিসেবে থাকতে চান, তবে তার সামনে এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আর যদি বিরাট কোহলি নেতৃত্ব ফিরে পান, তাহলে তার জন্য এটি হতে পারে এক নতুন শুরু, যেখানে তিনি দলের আগ্রাসী মনোভাব ফিরে এনে ভারতের ক্রিকেটকে আবার এক উচ্চতর স্তরে নিয়ে যেতে পারবেন। ভারতীয় ক্রিকেট প্রেমীরা এখন অপেক্ষায় আছেন দেখার জন্য, ভারতের টেস্ট ক্যাপ্টেন্সির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular