মুম্বই, ৬ সেপ্টেম্বর: “মুম্বইচা রাজা, রোহিত শর্মা!”, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। গণেশপূজার (Lord Ganesha) সময় মুম্বইয়ের এক মণ্ডপে লালবাগচা রাজার (Mumbaicha Raja) সামনে হাঁটু গেড়ে প্রণাম করছেন ভারত (India Cricket Team) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সেই মুহূর্তে ভক্তরা উত্তেজিত হয়ে স্লোগান দেন, “মুম্বইচা রাজা, রোহিত শর্মা!” তবে এই অতিরিক্ত আবেগে অস্বস্তিতে পড়েন রোহিত। তিনি হাত নেড়ে ভক্তদের অনুরোধ করেন, “ভগবানের সামনে এসব করবেন না। যিনি আমার থেকেও অনেক শক্তিশালী, তাঁর সামনে আমাকে এইভাবে উঠিয়ে দেবেন না।”
ভারতের জয়ের চাবিকাঠি কারা? রাহানের তালিকায় জায়গা পেলেন ৫ তারকা
আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে অক্টোবরের অস্ট্রেলিয়া সফরের পর ওডিআই দলে তাঁর থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু কর দিয়েছে ভারতীয় ক্রিকেমহলে। এর আগেই তিনি দর্শন করেছেন ভগবানের কাছে।
Fans chanted “Mumbai Cha Raja Rohit Sharma” in front of Mumbai Police Cha Raja Ganpati Bappa.🔥
The GOD level Aura of Boss @ImRo45 🐐 pic.twitter.com/GLaEyp0Klb
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) September 5, 2025
মহারাষ্ট্রে এই সময় চলছে গণেশ উৎসবের শেষ পর্ব, যার সমাপ্তি হবে শনিবারের বিসর্জনের মধ্য দিয়ে। তার আগেই শহরের একাধিক পূজা মণ্ডপে সেলিব্রিটিদের ভিড়। লালবাগচা রাজার দর্শনে পা রেখেছেন একাধিক তারকা। সচিন তেন্ডুলকারের পর সবচেয়ে বড় ক্রিকেটিং উপস্থিতি ছিল রোহিতের, এরপর এসেছেন অজিঙ্কা রাহানে ও শ্রেয়াস আইয়ার।
নতুন অধিনায়ক পেল ভারত! শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করল BCCI
সূর্যোদয় থেকে সূর্যাস্ত, প্রতিটি ম্যাচে কিছু না কিছু রীতি মেনে চলেন তাঁরা। সুনীল গাভাসকর ব্যাট করার সময় স্কোরবোর্ডের দিকে তাকাতেন না। মোহিন্দর অমরনাথ রাখতেন লাল রুমাল, জাহির খানের ছিল হলুদ রুমাল। সচিন তেন্ডুলকার প্রথমে বাঁ পা’য়ের প্যাড পরতেন, স্টিভ ওয়াওর ছিল লাল র্যাগ, আর অনিল কুম্বলের সোয়েটার-টুপি যেত সচিনের হাত দিয়ে।
২০১১ বিশ্বকাপ ফাইনালে বীরেন্দ্র শেহবাগ যখন নড়াচড়া করতে চাইছিলেন, তখন সচিন তাঁকে থামিয়ে দিয়েছিলেন। এমনই এক গল্প সচিন ভাগ করেছিলেন তাঁর আত্মজীবনী Playing It My Way-তে।
দোহায় ‘ডু অর ডাই’ ম্যাচে এই তিন ফুটবলার হতে পারেন নায়ক!
রোহিতের ক্ষেত্রেও আজ হয়তো সেই বিশ্বাসই আরও জোরদার হচ্ছে। ৩৮ বছর বয়সের দোরগোড়ায় দাঁড়িয়ে, যখন ওডিআই দলে পরিবর্তনের হাওয়া বইছে। তখনও নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিসর্জনের আগেই যদি ঈশ্বর আশীর্বাদ দেন আর অস্ট্রেলিয়া সফরে রোহিত ফের ঝলসে ওঠেন কে জানে, হয়তো তিনিই আবার ২০২৭ বিশ্বকাপের আগমনী বার্তা হয়ে উঠবেন।
India Cricket Team captain Rohit Sharma tells fans not to do it in front of Lord Ganesha during visit Mumbaicha Raja