এশিয়া কাপ ২০২৫ (Asia Cup) মাঠে যেমন উত্তেজনা ছড়াচ্ছে, তেমনি তার বাইরেও চলেছে কূটনৈতিক ও ক্রীড়ানৈতিতক চাপানউতোর। সুপার ফোরে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়ালেন দুই পাক ক্রিকেটার। শাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ও হারিস রাউফ (Haris Rauf)। তাদের ‘উস্কানিমূলক’ আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বিসিসিআই (BCCI)। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অভিযোগ এনেছে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের (India Cricket News) বিরুদ্ধে (Bengali Sports News)।
গত রবিবারের ম্যাচে ভারত ৬ উইকেটে হারায় পাকিস্তানকে। ম্যাচ চলাকালীন এবং পরবর্তীতে দুই পাক ক্রিকেটারকে নিয়ে তৈরি হয় বিতর্ক। ব্যাটিংয়ের সময় হাফসেঞ্চুরি করার পরে ব্যাট উঁচিয়ে ‘বন্দুক ছোঁড়ার’ ভঙ্গিমায় উদযাপন করেন ফারহান। অপরদিকে, বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় হারিস রাউফ ভারতীয় সমর্থকদের উদ্দেশে একটি অশোভন ভঙ্গি করেন। যা অনেকেই ভারতের সামরিক ইতিহাসের এক সংবেদনশীল প্রসঙ্গের সঙ্গে তুলনা করেছেন।
বিসিসিআই এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মনে করেছে। আইসিসিকে ইমেল করে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে। আইসিসি নিয়ম অনুযায়ী, অভিযুক্ত ক্রিকেটাররা যদি লিখিতভাবে অস্বীকার না করেন। তবে বিষয়টি শুনানির জন্য পাঠানো হবে এলিট প্যানেল রেফারি রিচি রিচার্ডসনের কাছে।
সূর্যকুমার যাদবের মন্তব্য ঘিরে পাল্টা অভিযোগ
এই ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগ এনেছে। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের সঙ্গে সৌজন্য বিনিময় না করে, তিনি বলেন, “এই জয় আমি পহেলগাঁও হামলায় শহিদ হওয়া সেনা পরিবারকে উৎসর্গ করছি। আমাদের জওয়ানদের জন্য জয় হোক এই ম্যাচ।” এই মন্তব্যকে ‘রাজনৈতিক’ বলে দাবি করেছে পিসিবি।
তবে প্রশ্ন উঠছে, পিসিবি ঠিক কবে অভিযোগ দায়ের করেছে। কারণ, আইসিসি নিয়ম অনুযায়ী, ঘটনার সাত দিনের মধ্যে অভিযোগ জানানো বাধ্যতামূলক। এই সীমারেখা অতিক্রম করলে অভিযোগ খারিজ হতে পারে।
মাঠের লড়াইয়ের থেকেও উত্তপ্ত কূটনৈতিক ময়দান
এশিয়া কাপের ফাইনালে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ভারত। বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে সূর্যকুমার যাদবের দল ফাইনালে পা রাখে। আজ, বৃহস্পতিবার, ‘ভার্চুয়াল সেমিফাইনালে’ মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ। যে দল জিতবে, তারাই খেলবে ভারতের বিরুদ্ধে ফাইনালে।
ফলে ২৮ সেপ্টেম্বর ফের ভারত-পাকিস্তান মহারণের সম্ভাবনা প্রবল। তার আগে মাঠের বাইরের এই অভিযোগ-পাল্টা অভিযোগ এশিয়া কাপের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
BCCI has officially filed a complaint against Pakistani cricketers Sahibzada Farhan and Haris Rauf for their inappropriate actions during the Asia Cup’s Super Four encounter on September 21. #BCCI #Pakistan #SahibzadaFarhan #HarisRauf pic.twitter.com/v9ibGpBEKK
— All India Radio News (@airnewsalerts) September 25, 2025
India Cricket Board BCCI complaint files against Haris Rauf & Sahibzada Farhan to ICC ahead Asia Cup Final

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
