Indian Football: সুনীল’দের এশিয়ান কাপে খেলার বিষয়ে আশাবাদী ভারত কোচ স্টিমাচ

Indian football team coach Igor Stimac

মাস খানেক পর শুরু হতে চলেছে এশিয়ান কাপের (Asian Cup) যোগ্যতা অর্জনের মূল পর্ব । এর আগে কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল।সেই টুর্নামেন্টের প্রস্তুতি নিতে মঙ্গলবার কলকাতায় হাজির হয়েছে ব্লু টাইগাররা।মঙ্গলবার ভারত কোচ স্টিমাচ জানিয়েছেন তিনি আশাবাদী সুনীল’দের এশিয়ান কাপের মূল পর্বে খেলার বিষয়ে।

বর্তমানে এএফসি কাপে খেলার জন্য মোহনবাগানের ফুটবলার’রা নেই জাতীয় দলের সাথে।তার ফলে খুব একটা সমস্যায় পড়তে হবে না বলেই মনে করেন স্টিমাচ।তার বক্তব্য, সবুজ মেরুনের ফুটবলার’রা যোগ দেওয়ার পর নয় – দশ দিন সময় পাবে প্রস্তুতি নেওয়ার।তাই তাদের প্রথম দিকে ব‍্যবহার করার সুযোগ না পেলে শেষের দিকে হয়তো খেলাবেন।তবে এএফসি কাপের ম‍্যাচ গুলো’তে সবুজ মেরুনের ফুটবলার’দের পারফরম্যান্সের দিকে নজর থাকবে তার।সেই পারফরম্যান্স অনুযায়ী তাদের শিবিরে ডাকবেন।

   

ভারতের মূলপর্বে খেলার বিষয় আশাবাদী স্টিমাচ।এবিষয়ে কোনও সন্দেহ নেই তার।বুধবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলবে স্টিমাচের ছেলেরা।এরপর আইলিগের বাছাই করা সেরা ফুটবলার’দের নিয়ে গড়া দল নিয়ে ১৭ এবং ২০ মে খেলবে তারা।এরপর দোহায় উড়ে যাবে ভারতীয় দল।২৫ শে মে জাম্বিয়া,২৮ শে মে জর্ডনের বিরুদ্ধে খেলে ৩০ শে মে কলকাতায় ফিরে শেষ পর্বের প্রস্তুতি সারবে ব্লু টাইগার’রা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন