বুধবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি (T20 Series) খেলতে নামছে ভারতীয় (India) ক্রিকেট দল। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর (ICC Champions Trophy) শুরুর প্রাক মুহূর্তে এই সিরিজ বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। তাই ক্রিকেটের নন্দনকাননে এই ম্যাচ আরও বেশি করে গুরুত্ব পাচ্ছে। কারণ কলকাতার নাইট রাইডার্সের (KKR) ঘরের মাঠে নাইট শিবিরের বেশ কয়েক জন সদস্যকে খেলতে দেখা যাবে ভারতের জার্সি গায়ে। এছাড়াও দুই দলের কোচ নাইট দলের প্রাক্তন সদস্য। তাই কলকাতার ক্রিকেট প্রেমীদের আকর্ষণ আরও বেড়ে গিয়েছে।
ইস্টবেঙ্গল ম্যাচে লাল কার্ড দেখে এই পরিণতি বাগানের প্রাক্তন ফুটবলারের
প্রথম ম্যাচেই টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। সকলের আশা হত করে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি।
ভারতের একাদশ :
A look at our Playing XI 🔽
Follow The Match ▶️ https://t.co/4jwTIC5zzs#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/NHhYbQmNgf
— BCCI (@BCCI) January 22, 2025
কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষের গম্ভীরের সম্ভাব্য একাদশ, এক নজরে
ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে সূর্য বলেন, “এখন উইকেটরক্ষক নিয়ে কোনও প্রশ্ন নেই। শেষ সাত থেকে দশটা ম্যাচে সঞ্জু যা খেলেছে তাতে ওকে নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। ও প্রথম পছন্দ। টি-টোয়েন্টিতে প্রথম থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়। সেই দক্ষতা ওর আছে। সুযোগ কাজে লাগিয়েছে সঞ্জু। ওকে নিয়ে আমি খুব খুশি।” সূর্যের কথা থেকে স্পষ্ট, ধ্রুব জুরেল দলে থাকলেও প্রথম একাদশে খেলবেন সঞ্জু।
অন্যদিকে ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিল ইংল্যান্ড।
অনিশ্চিয়তা ম্যাচে, কলকাতা লিগের ভবিষ্যৎ কী? চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল!
ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (WK), জস বাটলার (C), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
Firepower with bat and ball 💥
Brendon McCullum has named the first white-ball team of his reign for tomorrow’s opening IT20 v India 💪 pic.twitter.com/DSFdaWVPrB
— England Cricket (@englandcricket) January 21, 2025