মোদীর তৃতীয় দফায় ICC-খরা কাটছে ভারতের

২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ৷ এগারোতে বিশ্বকাপ৷ তেরোতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি৷ মহেন্দ্র সিং ধোনির হাতে তখন আইসিসির সব ট্রফি৷ তবে তেরোতেই যেন শেষ৷ তারপর আইসিসি…

short-samachar

২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ৷ এগারোতে বিশ্বকাপ৷ তেরোতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি৷ মহেন্দ্র সিং ধোনির হাতে তখন আইসিসির সব ট্রফি৷ তবে তেরোতেই যেন শেষ৷ তারপর আইসিসি টুর্নামেন্টে ভারতের খরা৷ ২০১৪ সালে ভারতের সরকার বদল৷ গুজরাতের মুখ্যমন্ত্রীর মসনদ ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সরকার বদলের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের আইসিসি-খরা নিয়ে শুরু হয় ট্রোলিং৷ অপয়া প্রধানমন্ত্রীর জন্যই নাকি ভারত কোনও আইসিসি ট্রফি জিতছে না৷ তবে মোদি জমানার তৃতীয় দফায় যেন সেই ছবি বদলাচ্ছে৷ চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ৷ আর পঁচিশে আইসিসি চ্যম্পিয়ন্স ট্রফি৷ পর পর দু’বছরে দু’টো আইসিসি চ্যম্পিয়ন্স ট্রফি৷

   

২০১৪ সালে ভারতে শুরু হয় মোদি জমানা। পরের বছর অর্থাৎ ২০১৫ সালের বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত টিম ইন্ডয়া৷ তারপর ২০১৯ সালেও একই ছবি৷ সেবার সেমি ফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যন্ড। তেইশে ফাইনালে ওঠে ভারত৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া৷ ততদিনে ভারতে নরেন্দ্র মোদির দ্বিতীয় দফা শুরু হয়েছে৷ তাঁর আমলে ভারতে আইসিসি-খরা নিয়ে ট্রোলিং শুরু হয়৷ কারণ, একের পর এক টি টোয়েন্টি বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ে৷ একুশের টুর্নামেন্টে তো পকিস্তানের কাছেও ভারতকে হারতে হয়৷ সেটাই প্রথমবার কোনও বিশ্বকাপে ভারতকে হারায় পাকিস্তান। সেই সময় ভারতীয় ক্রিকেটারদের তুলনায় নরেন্দ্র মোদীকে কিছু কম কটাক্ষ করা হয়নি৷

এরপর ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ। ২০০৩ সালের বদলার ফাইনালে ফের বিপর্যয়৷ সেটাও আবার গুজরাতের আমেদাবাদে৷ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে৷ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে হাজির খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তখনও হার৷ ট্রোলের ঝড় ওঠে৷ অপয়া বলে কটাক্ষ করা হয় নরেন্দ্র মোদীকে৷ স্পষ্ট করে বলা হয়, নরেন্দ্র মোদীর উপস্থিতির কারণেই হেরেছে ভারত৷ যে বামপন্থীরা ধর্ম মানে না৷ কুসংস্কার মানে না৷ তাঁদের গলাতেও অপয়া-কটাক্ষ৷ ভারতের আইসিসি-খরা নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে নিজেদের মতাদর্শ জলাঞ্জলি দিতে দু’বার ভাবেননি বামপন্থীরা। অন্য বিরোধীদের বড় অংশও একই পথে হাঁটে।

বিরোধীদের কড়া টক্কর কাটিয়ে ২০২৪ সালে ফের ভারতের মসনদে নরেন্দ্র মোদী৷ গত বছরের জুন মাসে শুরু হয় তাঁর তৃতীয় দফা৷ সেই মাসেই ভারতে আইসিসি ট্রফি৷ রোহিত শর্মার হাতে টি টোয়েন্টি বিশ্বকাপ দেশজুড়ে উৎসব৷ কয়েক মাস আগে একদিনের বিশ্বকাপ বিপর্যয় নিয়ে যে ট্রোলিং শুরু হয়েছিল তা বেমালুম উধাও৷ বছর না ঘুরতেই আরও রোহিতের হাতে একটি আইসিসি ট্রফি৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০৩ সালের বদলা তেইশে নেওয়া যায়নি৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০০০ সালের বদলা নিয়েছে টিম ইন্ডিয়া৷ রোহিত শর্মার হাত ধরেই যেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের শাপমোচন৷ সেই সঙ্গে নরেন্দ্র মোদীরও।

মোদী জমানার তৃতীয় দফায় ভারতের হাতে একের পর এক আইসিসি ট্রফি৷ এখনও অধরা একদিনের বিশ্বকাপ৷ মনমোহন জমানার দুই দফায় তিনটি ট্রফিই পেয়েছিল ভারত৷ বছর দুই পরে একদিনের বিশ্বকাপ৷ সাতাশের সেই আইসিসি ট্রফি কি ভারতেই আসছে? আফ্রিকায় আশার আলো দেখছে টিম ইন্ডিয়া৷