দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচগুলো আকর্ষণীয় হয়ে উঠছে। রবিবার নিউজিল্যান্ড ও নেপালের মধ্যে ম্যাচ ছিল। এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেন ১৭ বছর বয়সী ব্যাটসম্যান স্নেহিত রেড্ডি (Snehit Reddy। স্নেহিত ১২৫ বলে ১১টি চার ৬ ছক্কার সাহায্যে অপরাজিত ১৪৭ রান করেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৬৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড দল।
স্নেহিত রেড্ডির জন্ম ভারতে। তিনি অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় জন্মগ্রহণ করলেও বেশ কিছুদিন ধরে নিউজিল্যান্ডে খেলছেন। স্নেহিতের যখন ছয় মাস বয়স, তখন তার পরিবার অকল্যান্ডে চলে আসে। এখানে প্রায় ৭ বছর বসবাসের পর তিনি হ্যামিল্টনে চলে যান। স্নেহিতের বাবাও ক্লাব স্তরের ক্রিকেট খেলেছেন। স্নেহিত একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফব্রেক বোলার। স্নেহিত রেড্ডির গুরু হলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেল। গত বছরের জুনে তাকে অনূর্ধ্ব-১৯ দলে নেওয়া হয়। তিনি হ্যামিল্টন বয়েজ হাই স্কুলে পড়াশোনা করেছেন।
The highest-score registered so far at the #U19WorldCup 💥
Re-live Snehith Reddy's powerful innings 📺 https://t.co/Lp8OOUCsCT pic.twitter.com/EPFFYsZTMa
— ICC (@ICC) January 22, 2024
এর আগে নর্দার্ন ডিস্ট্রিক্টস অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের সদস্য ছিলেন স্নেহিত। জাতীয় পর্যায়ের টুর্নামেন্টেও দারুণ পারফর্ম করেছেন তিনি। ক্যান্টারবারির বিপক্ষে ৯০ রান, ওয়েলিংটনের বিপক্ষে ৫ উইকেট ও ৮২ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন স্নেহিত। ক্রিকেটের প্রতি তার দারুণ আগ্রহ রয়েছে। এই কারণেই অল্প বয়স থেকে বড় কীর্তি করতে শুরু করেছেন।
স্নেহিতের পাশাপাশি দলের পক্ষে ৭৫ রানের অবদান রাখেন অধিনায়ক অস্কার থমাস। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৩৮ রান তুলতে পারে নেপালের দল।
নিউজিল্যান্ডের বোলার ম্যাসন ক্লার্ক দুর্দান্ত বোলিং করে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন ইওয়াল্ড ওয়াটার ও অস্কার থমাস। নেপালের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন অর্জুন কামাল। ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্রও খেলেন নিউজিল্যান্ডের হয়ে। এমন পরিস্থিতিতে শিগগিরই স্নেহিতকে সিনিয়র দলে দেখতে চান ভক্তরা।