বিরাটের ছক্কায় টেস্ট ক্রিকেটের দেড়শো বছরের ‘ইতিহাস’ পাল্টাল ভারত

ব্যাট হাতে ব্যক্তিগত ক্ষেত্রে শতরানের দেখা মেলেনি। চলতি ভারত- নিউজিল্যান্ড টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। এরপর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শতরান…

India First Test Team to Hit 100 Sixes in Calendar Year

ব্যাট হাতে ব্যক্তিগত ক্ষেত্রে শতরানের দেখা মেলেনি। চলতি ভারত- নিউজিল্যান্ড টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। এরপর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শতরান করার সুযোগ থাকলেও গতকাল দিনশেষে মাত্র ৭০ রানের মাথায় আউট হয়ে যান বিরাট কোহলি। তবে শতরান না করতে পারলেও ছয় মেরে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাস ভেঙে দিয়েছেন তিনি। গতকাল কোহলির মারা চক্কার সৌজন্যেই প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিতে ১০০ ছক্কা মারার মাইলফলক (Most Sixes by a Team in a Calendar Year) গড়েছে ভারত।

গতকাল বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস 402 রানে গুটিয়ে দেওয়ার পর, ভারতের দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল দারুণ শুরু এনে দেন। দুজনের মধ্যে প্রথম উইকেটের জন্য ৭২ রানের পার্টনারশিপ হয়। যশস্বী জয়সওয়ালের আউট হওয়ার পর ভারত ৩৫ রানে প্রথম উইকেট হারায়। এরপর অধিনায়ক রোহিত শর্মা অর্ধশতক করার পর আউট হন।

   

তৃতীয় সেশনে (India vs New Zealand 1st Test) ভারত একটি বড় রেকর্ড করে। ভারত টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে ১০০ ছক্কা হাঁকানো প্রথম দল হিসেবে রেকর্ড গড়ে। এর আগে কোনো দল এই রেকর্ড করতে পারেনি। চলতি বছর এ পর্যন্ত ৯ টেস্ট খেলা ভারতের ছক্কাসংখ্যা ১০২।

এর আগে টেস্টে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ২০২১ সালে ভারতেরই গড়া ৮৭ ছক্কা পেরিয়ে পরের বছর ৮৯ ছক্কা মারে ইংল্যান্ড। ১ অক্টোবর শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের সেই রেকর্ড পেরিয়ে যায় ভারত। শীর্ষ পাঁচে পরের দুটি জায়গা নিউজিল্যান্ডের। ২০১৪ সালে ৮১ ছক্কা ও ২০১৩ সালে ৭১ ছক্কা মেরেছে কিউইরা।

নিলামে ‘গম্ভীর’ মডেলেই মাত্র এই তিন খেলোয়াড়কে ধরে রাখছে কেকেআর

ভারতের জন্য এই ক্যালেন্ডার বছরের ১০০তম ছক্কা হাঁকান বিরাট কোহলি। ৩০তম ওভারে এজাজ প্যাটেলের বল ডাউন দ্য গ্রাউন্ডে মারেন কোহলি। সেখান থেকেই ভেঙে যায় শতাব্দী প্রাচীন এই রেকর্ড। ভারত এই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ এবং বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে। বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ চলছে, এরপর ভারত অস্ট্রেলিয়া সফরে যাবে এবং সেই সিরিজের প্রথম ম্যাচও এই বছরই অনুষ্ঠিত হবে। এতে ভারতের সামনে এই রেকর্ড আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

বিরাটের ‘অনুপস্থিতিতে’ শতক হাঁকিয়ে ভারতের পরিত্রাতা এখন সরফরাজ

তিন সংস্করণ মিলিয়ে এ বছর এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অন্তত তিন শ ছক্কা মেরেছে (Most Sixes by a Team in a Calendar Year) ভারত। ৩৪ ম্যাচে তাদের ছক্কাসংখ্যা ৩০২। অস্ট্রেলিয়া ৩১ ম্যাচে ২৩১ ছক্কা নিয়ে দুইয়ে। ২৯ ম্যাচে ২২০ ছক্কা নিয়ে তিনে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ৩০ ম্যাচে ১৪৩ ছক্কা নিয়ে বেশ পিছিয়ে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে শুধু আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের চেয়ে এ বছর ছক্কা মারায় এগিয়ে বাংলাদেশ। ২১ ম্যাচে ৯৫ ছক্কা মেরেছে আয়ারল্যান্ড। ১৭ ম্যাচে ৫৭ ছক্কা জিম্বাবুয়ের।

কলকাতার যুদ্ধক্ষেত্র! আজ ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রসঙ্গত উল্লেখ্য যে, এই বছর ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি টেস্টে ২৯টি ছক্কা হাঁকিয়েছেন। এরপরই শুভমান গিল এবং অধিনায়ক রোহিত শর্মা যথাক্রমে ১৬ এবং ১১টি ছক্কা নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। যশস্বী জয়সওয়াল একটি ক্যালেন্ডার বছরে সর্বাধিক টেস্ট ছক্কা হাঁকানোর রেকর্ডের খুব কাছাকাছি রয়েছেন। এই রেকর্ডটি ২০১৪ সালে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের, যিনি ৩৩টি ছক্কা হাঁকিয়েছিলেন।