গুয়াহাটি: দারুণ লড়াইয়ের পরও শেষ হাসি ভারতের। ডিএলএস পদ্ধতিতে ৫৯ রানের জয় তুলে নিয়ে মহিলাদের বিশ্বকাপের (ICC Women’s World Cup) অভিযান শুরু করল হরমনপ্রীত কৌরের দল। ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে তিন উইকেট নিয়ে দলের নায়িকা দীপ্তি শর্মা। তাঁর সঙ্গেই জ্বলে উঠলেন বিশ্বকাপ অভিষেকেই আমনজোত কৌর।
চাপে পড়ে ঘুরে দাঁড়ানো
টস জিতে ফিল্ডিংয়ে পাঠানো ভারতীয় দল শুরুতেই বড় ধাক্কা খায়। ১২৪ রানে ৬ উইকেট পড়ে গেলে মনে হচ্ছিল ম্যাচ শ্রীলঙ্কার হাতেই চলে যাচ্ছে। ইনোকা রানাওয়ীরা একাই ভারতীয় মিডল অর্ডার গুঁড়িয়ে দেন— পাঁচ বলে তিনটি উইকেট তুলে নিয়ে তিনি ফেরান হরলিন দিওল (৪৮), জেমিমা রদ্রিগেজ (০) ও অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (২১)।
কিন্তু তখনই দায়িত্ব নেন অভিজ্ঞ দীপ্তি (৫৩ বলে ৫৩) ও নবাগত আমনজোত (৫৬ বলে ৫৭)। সপ্তম উইকেটে দু’জনে মিলে গড়েন ৯৯ বলে ১০৩ রানের জুটি। একদিকে ধৈর্য ধরে খেলে যান দীপ্তি, অন্যদিকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে আমনজোত তুলে নেন দ্রুত হাফ-সেঞ্চুরি। তিনবার জীবন পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তিনি পাঁচটি চার ও একটি বিশাল ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান।
শেষদিকে স্নেহ রানা ঝড়ো ক্যামিও খেলেন (১৫ বলে অপরাজিত ২৮ রান, ২টি চার ও ২টি ছক্কা)। নির্ধারিত ৪৭ ওভারে ভারত থামে ২৬৯/৮ রানে।
Also Read | ইস্তিকলোলের বিপক্ষে এফসি গোয়ার তিন গেম চেঞ্জার
চামারির আক্রমণ, তারপর পতন
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য ছিল ২৭০ রান। শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন অধিনায়ক চামারি আথাপাথ্থু। ৪৭ বলে ৪৩ রানের ইনিংসে দুই ছক্কা ও দুটি চার মেরে তিনি ভারতীয় বোলারদের চাপে ফেলেন।
কিন্তু দীপ্তি শর্মা পরিকল্পনা অনুযায়ী তাঁকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। চার বল টানা ফুল ও দ্রুত গতির ডেলিভারির পর অবশেষে উইকেট উড়িয়ে দেন চামারির। তাঁর আউট হওয়ার পর থেকেই শ্রীলঙ্কার ইনিংস ধসে পড়ে।
ভারতীয় বোলারদের দাপট
দীপ্তি শর্মা ৩ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। নতুন বলে কৃষ্ণতি গৌড় ও আমনজোত একটি করে উইকেট নেন। স্পিন আক্রমণে স্নেহ রানা (২/৩২) ও নবাগত বাঁহাতি স্পিনার শ্রী চারানি (২/৩৭) শ্রীলঙ্কার ব্যাটিংয়ে চাপ বাড়ান। শেষ পর্যন্ত ৪৫.৪ ওভারে ২১১ রানে থামে লঙ্কান ইনিংস।
উজ্জ্বল সূচনা
প্রথম ম্যাচে বড় পরীক্ষার মুখে পড়েও ভারতীয় দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা টুর্নামেন্টের বাকি অংশে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। অভিজ্ঞ দীপ্তির পারফরম্যান্সের পাশাপাশি আমনজোতের অভিষেক ইনিংস ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত দিল।
🎯 India vs Sri Lanka Women’s World Cup 2025,Deepti Sharma half-century and 3 wickets,Amanjot Kaur debut fifty Women’s World Cup,ICC Women’s World Cup 2025 opener result,India women beat Sri Lanka by 59 runs,Harmanpreet Kaur India Women’s team,Inoka Ranaweera wickets vs India,Women’s cricket India Sri Lanka highlights