India : এশিয়া কাপের সেমি ফাইনালে ভারত, প্রতিপক্ষ আফগানিস্তান

ওমনাকে (Oman) হারিয়ে এমার্জিং এশিয়া কাপের (Emerging Asia Cup) সেমি ফাইনালে ভারত (India)। প্রতিপক্ষ আফগানিস্তান (Afghanistan), ম্যাচ রয়েছে ২৫ অক্টোবর। এশিয়া কাপে ফের সাফল্য পেতে…

ওমনাকে (Oman) হারিয়ে এমার্জিং এশিয়া কাপের (Emerging Asia Cup) সেমি ফাইনালে ভারত (India)। প্রতিপক্ষ আফগানিস্তান (Afghanistan), ম্যাচ রয়েছে ২৫ অক্টোবর।

এশিয়া কাপে ফের সাফল্য পেতে চলেছে ভারত। বুধবার গ্ৰুপ পর্যায়ের শেষ ম্যাচে ওমানকে ৬ উইকেটে হারিয়ে সেমি ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল তিলক বর্মারা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে করে ৫ উইকেটে ১৪০ রান করে ওমান। ব্যাট করতে নেমে ১৫.২ ওভারেই ১৪৬ রান করে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া।

   

এমার্জিং এশিয়া কাপে ভারতের সিনিয়র দলের কেউ নেই। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছনে ইন্ডিয়া ‘এ’ দলের সদস্যরা। যদিও অধিনায়কের দায়িত্বে রয়েছন তিলক বর্মা। এদিন ওমানের বিরুদ্ধে ম্যাচ জিতে সেমি ফাইনালে পৌঁছে গেল ভারত। সেখানে তাঁদের প্রতিপক্ষ আফগানিস্তান। এদিনের ম্যাচে ভারতের সফলতম বোলার রমনদীপ সিংহ ২ রানে ১ উইকেট নিয়েছেন। এ ছাড়া আকিব খান, রাসিখ সালাম, নিশান্ত সিন্ধু, সাই কিশোরও ১টি করে উইকেট নিয়েছেন।

ওমানের ১৪১ রানের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় অনুজ রাওয়াতকে। তবে ওপেনার অভিষেক শর্মা এবং অধিনায়ক তিলক বর্মার কাঁধেই ভর দিয়ে ম্যাচ পকেটে তুলল টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা হয়েছেন আয়ুষ বাদোনি।