HomeSports NewsIndia : এশিয়া কাপের সেমি ফাইনালে ভারত, প্রতিপক্ষ আফগানিস্তান

India : এশিয়া কাপের সেমি ফাইনালে ভারত, প্রতিপক্ষ আফগানিস্তান

- Advertisement -

ওমনাকে (Oman) হারিয়ে এমার্জিং এশিয়া কাপের (Emerging Asia Cup) সেমি ফাইনালে ভারত (India)। প্রতিপক্ষ আফগানিস্তান (Afghanistan), ম্যাচ রয়েছে ২৫ অক্টোবর।

এশিয়া কাপে ফের সাফল্য পেতে চলেছে ভারত। বুধবার গ্ৰুপ পর্যায়ের শেষ ম্যাচে ওমানকে ৬ উইকেটে হারিয়ে সেমি ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল তিলক বর্মারা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে করে ৫ উইকেটে ১৪০ রান করে ওমান। ব্যাট করতে নেমে ১৫.২ ওভারেই ১৪৬ রান করে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া।

   

এমার্জিং এশিয়া কাপে ভারতের সিনিয়র দলের কেউ নেই। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছনে ইন্ডিয়া ‘এ’ দলের সদস্যরা। যদিও অধিনায়কের দায়িত্বে রয়েছন তিলক বর্মা। এদিন ওমানের বিরুদ্ধে ম্যাচ জিতে সেমি ফাইনালে পৌঁছে গেল ভারত। সেখানে তাঁদের প্রতিপক্ষ আফগানিস্তান। এদিনের ম্যাচে ভারতের সফলতম বোলার রমনদীপ সিংহ ২ রানে ১ উইকেট নিয়েছেন। এ ছাড়া আকিব খান, রাসিখ সালাম, নিশান্ত সিন্ধু, সাই কিশোরও ১টি করে উইকেট নিয়েছেন।

ওমানের ১৪১ রানের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় অনুজ রাওয়াতকে। তবে ওপেনার অভিষেক শর্মা এবং অধিনায়ক তিলক বর্মার কাঁধেই ভর দিয়ে ম্যাচ পকেটে তুলল টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা হয়েছেন আয়ুষ বাদোনি।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular