২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025 Final) ভারতের (India) দখলে। নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২৫ বছর আগে নিউজিল্যান্ডের (New Zealand) বিপক্ষেই ফাইনাল ম্যাচ হেরে হাতছাড়া হয়েছিল ট্রফি। সেবছর নেতৃত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sorav Ganguly)। কিন্তু এদিনের রুদ্ধশ্বাস ম্যাচে স্পিনারদের দাপট এবং হিটম্যানের অর্ধ শতরানের ভরসাতেই ট্রফি ঘরে তুলল ‘মেন ইন ব্লুরা’ (India Cricket Team)।
𝗖. 𝗛. 𝗔. 𝗠. 𝗣. 𝗜. 𝗢. 𝗡. 𝗦! 🇮🇳🏆 🏆 🏆
The Rohit Sharma-led #TeamIndia are ICC #ChampionsTrophy 2025 𝙒𝙄𝙉𝙉𝙀𝙍𝙎 👏 👏
Take A Bow! 🙌 🙌#INDvNZ | #Final | @ImRo45 pic.twitter.com/ey2llSOYdG
— BCCI (@BCCI) March 9, 2025
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্ৰুপ ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে টস হেরে নজির গড়েন ভারত অধিনায়ক। এরপরই সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাকে খোঁচা দিয়ে একধিক পোস্ট শুরু করেন নেট নাগরিকরা। কারণ একদিনের ক্রিকেটে টানা ১২ বার টস হেরে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছিলেন তিনি। কিন্তু ম্যাচ শুরুর পর থেকেই সেই পোস্টগুলির গুরুত্ব হারায় বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব এবং রবিন্দ্র জাদেজার ভেল্কির কাছে। এর মধ্যে কুলদীপ গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে নজর কেড়েছেন। রচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনকে গুগলি দিয়ে প্যাভিলিয়নে ফেরান তিনি। তবে ৫০ ওভার শেষে মাত্র ২৫১ রানেই থমকে যায় নিউজিল্যান্ড।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাট হাতে জবাব দিতে শুরু করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করে আইসিসির টুর্নামেন্টে মাইলফলক গড়লেন তিনি। কারণ কোন আইসিসি ইভেন্টের ফাইনালে প্রথমবার অর্ধশতক করেন ‘হিটম্যান’। ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান শুভমন গিল। এরপরই মাত্র ১ রান করে ব্রেসওয়েলের বলে আউট হয়ে মাঠ ছাড়েন কোহলি। এই সময় অক্ষর প্যাটেল এবং শ্রেয়স আইয়ারের এক ইনিংস ভারতকে কার্যত পৌঁছে দেয় জয়ের মুখে। কিন্তু শেষ মুহূর্ত অবধি গুরুত্ব বজায় ছিল রুদ্ধশ্বাস ম্যাচের। ১ ওভার বাকি থাকতেই ২৫১ রানের লক্ষ্য পূরণ করে ভারতীয় ক্রিকেট দল। একইসঙ্গে তৃতীয়বারের জন্য শিরোপা জিতল তারা।
ভারত এবং নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছানোয় এই ম্যাচের গুরুত্ব যথেষ্ট বেড়ে গিয়েছিল। কারণ ফিরে এসেছিল ২৫ বছর আগের স্মৃতি। ২০০০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কিউইদের কাছে হেরেই ট্রফি হাতছাড়া করেছিল ভারত। এবার রোহিত শর্মার নেতৃত্বে ফাইনাল ম্যাচ জিতে শাপমোচন করল।
যদিও ২০২৩ সালে একদিনের ক্রিকেটে বিশ্বকাপের স্মৃতি এখনও টাটকা। ফাইনালে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। কারণ ২০০৩ সালে সৌরভের নেতৃত্বে ফাইনালে হতাশ হতে হয়েছিল ভারতকে। সেই সময়ও প্রতিপক্ষ ছিল অজিরা। তাই ফাইনালের শুরুতেই বিরাট-রোহিতদের পুরানো স্মৃতি মনে করিয়ে দিয়েছিল ক্রিকেটপ্রেমীরা। সেই সাবধানতা অবলম্বন করেন তারা। সেই সুবাদেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতে শাপমোচন ভারতের।