এশিয়া কাপে (Asia Cup 2025) যেন আগুনে ফর্মে টিম ইন্ডিয়া। সুপার ফোরের (Asia Cup Super Four) কার্যত সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশকে (Bangladesh) ৪১ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত (India)। কিন্তু জয়ের আনন্দের মাঝেও চিন্তার ভাঁজ গম্ভীরের কপালে, বিশেষত ফিল্ডিং নিয়ে (India Cricket News)। ক্যাচ মিসের বন্যা চলছেই, যা ফাইনালের আগে ভারতীয় শিবিরের জন্য বড় দুশ্চিন্তার কারণ (Bengali Sports News)।
ম্যাচের শুরুতে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। ভারত ইনিংস শুরু করে দুর্দান্তভাবে, পাওয়ার প্লে-তে ৭২ রান তোলে কোনও উইকেট না হারিয়ে এশিয়া কাপে এটাই সর্বোচ্চ। অভিষেক দুর্দান্ত ব্যাটিং করেন, যদিও শুরুতে তামজিমের বলে ক্যাচ দিয়েও বেঁচে যান। সেখান থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন তিনি, ব্যাটে আগুন ঝরাতে থাকেন। ৬ উইকেট হারিয়ে সূর্যকুমাররা তোলে ১৬৮। ভারতের ইনিংসে তার অবদান ছিল সত্যিই প্রশংসনীয়।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। জশপ্রীত বুমরাহ নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন তানজিদ হাসানকে। এরপর সইফ হাসান ও পারভেজ হোসেন ইমন কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। পাওয়ার প্লেতে আসে ৪৪ রান। কিন্তু কুলদীপ যাদব এসে ভেঙে দেন ৪২ রানের এই জুটি। ব্যক্তিগত ২১ রানে ফেরেন ইমন।
বাংলাদেশের মিডল অর্ডার কার্যত মুখ থুবড়ে পড়ে। তৌহিদ হৃদয় (৭), শামিম হোসেন (০), রিশাদ (২), তানজিম (০) সবাই ব্যর্থ। অধিনায়ক জাকের আলিকেও ফেরান সূর্যকুমার যাদব এক নিখুঁত থ্রোতে। একমাত্র সইফ হাসান একপ্রান্তে দাঁড়িয়ে ৬৯ রানের লড়াকু ইনিংস খেলেন। তবে সঙ্গ না পাওয়ায় তিনি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত ১৭ তম ওভারে বুমরাহর বলে আউট হন তিনিও।
বাংলাদেশ থামে মাত্র ১২৭ রানে। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩টি, বুমরাহ ও বরুণ চক্রবর্তী ২টি করে, অক্ষর প্যাটেল নেন ১টি উইকেট। তবে মেঘের ফাঁকে চিন্তার কালো ছায়া একাধিক ক্যাচ মিস।
পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচেও একই ছবি দেখা গিয়েছিল। এবার বাংলাদেশ ম্যাচেও কয়েকটি সহজ ক্যাচ ফেললেন ভারতীয় ফিল্ডাররা। গম্ভীরের নজর এখন সেই সমস্যার দিকেই। ফাইনালে একটিও সুযোগ নষ্ট করলে ম্যাচ ঘুরে যেতে পারে।
তবু এই জয়ে খুশির হাওয়া ভারতীয় শিবিরে। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স। শুধু ফিল্ডিংয়ের জায়গাটা নিয়ে ভাবতে হবে। সেই সঙ্গে গম্ভীরের সামনে এখন চূড়ান্ত একাদশ ঠিক করার চ্যালেঞ্জও থাকছে। শেষ হাসি কে হাসবে, সেটাই এখন দেখার।
𝗜𝗻𝘁𝗼 𝗧𝗵𝗲 𝗙𝗶𝗻𝗮𝗹! 👍
The winning run continues for #TeamIndia & we seal a place in the summit clash of the #AsiaCup2025, with a game to spare in #Super4! 🙌 pic.twitter.com/AV40ifvIiv
— BCCI (@BCCI) September 24, 2025

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
