অবশেষে আজ এশিয়ান কাপ (Asian Cup) জুনিয়রের দল ঘোষণা করা হল কোচ বিবিয়ানো ফার্নান্দেজের তরফ থেকে। থাইল্যান্ডে আয়োজিত আসন্ন এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে মোট ২৩ জনকে রাখা হয়েছে এই স্কোয়াডে। তাদের উপর ভরসা করেই এবার মাঠে নামবে ভারতীয় দল।
শোনা যাচ্ছে, এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে আগামী মাসের প্রথমেই নাকি থাইল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল। তারপর সেখানে কিছুদিন অনুশীলন করার পর আগামী ১৭ তারিখ ভিয়েতনামের মুখোমুখি হবেন ভারতীয় ফুটবলাররা। তারপর ২০ জুন উজবেকিস্তান ও ২৩ জুন জাপানের বিরুদ্ধে শেষ হবে গ্রুপ পর্বের খেলা।
সেইমতো সাজানো হয়েছে গোটা দলকে। তাই সবদিক বিবেচনা করেই গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে, জুলফিকার গাজি, সাহিল ও প্রনব কে। পাশাপাশি ডিফেন্ডার হিসেবে থাকছেন, মুকুল পানোয়ার, ধনজীত, পরমবীর, রিক মিতেই, সুরজকুমার সিং। মাঝমাঠের জন্য রাখা হয়েছে, ড্যানি মিতেই, কোরোউ সিং,লালপেখলুয়া, রোহন সিং, ভানলালপেকা গুইতে, আকাশ তিরকে, ফাইজান ওয়েহিদ ও প্রাচি বিশ্বাস নাইক গাওনকার। এবং ফরোয়ার্ড লাইনের জন্য রাখা হয়েছে, গোগোচা চুংথাম, থাংলাংসোয়ুন গাংতে, লেম্বেট টাংভা ও শাশোয়াত পানোয়ার।
বলাবাহুল্য, এই বৃহৎ টুর্নামেন্টের ম্যাচে মাঠে নামার আগে ইউরোপের একাধিক দেশের ফুটবল ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে ভারতীয় ব্রিগেড। যাদের মধ্যে ছিল রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ সহ গেতাফে এফসির মতো ক্লাব। এক্ষেত্রে খুব একটা খারাপ পারফরম্যান্স হয়নি ভারতীয় ফুটবল দলের। তবে সেই প্রভাব এএফসি এশিয়ান কাপে কতটা পরে সেটাই দেখার বিষয়।