IND vs ZIM: টিম ইন্ডিয়ার নতুন অধিনায়কের ভয়ে কাঁটা প্রতিপক্ষ!

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (IND vs ZIM) আগে শুভমান গিলের প্রশংসায় পঞ্চমুখ জিম্বাবুয়ের কোচ জাস্টিন স্যামনস। এই সিরিজে ভারতের হয়ে অধিনায়কত্ব করতে চলেছেন তরুণ শুভমন…

IND vs ZIM

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (IND vs ZIM) আগে শুভমান গিলের প্রশংসায় পঞ্চমুখ জিম্বাবুয়ের কোচ জাস্টিন স্যামনস। এই সিরিজে ভারতের হয়ে অধিনায়কত্ব করতে চলেছেন তরুণ শুভমন গিল (Shubman Gill)। গিলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিরিজ হতে চলেছে। তাঁকে ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। আগামী ৬ জুলাই প্রথম ম্যাচের আগে জিম্বাবুয়ে কোচ স্যামনস গিলের প্রশংসা করেছেন।

Advertisements

অধিনায়কের হুঙ্কার, World Cup-এর পর ভারত এবার জিতবে সোনার পদক!

বিজ্ঞাপন

প্রতিপক্ষ দলের কোচের মতে, ‘শুভমান একজন দুর্দান্ত ক্রিকেটার। আমার মনে আছে শুভমনকে যখন প্রথম দেখেছিলাম। তখন প্রোটিয়াদের সঙ্গে ছিলাম। ভারতের বিপক্ষে আমরা সেই টেস্ট সিরিজ খেলছিলাম। আমার মনে হয় ২০২১ সালের ডিসেম্বর মাস। সেই টেস্ট সিরিজের সময় তিনি (শুভমন গিল) যেভাবে নেটে অনুশীলন করেছিলেন তাতেই স্পষ্ট বোঝা গিয়েছে ক্রিকেটের প্রতি তাঁর অধ্যাবসায় কতটা।’

এরপর জিম্বাবুয়ে কোচ বলেছেন, ‘ওর রেকর্ড দেখলেই ছবিটা স্পষ্ট হয়ে যায়।’ শিবম দুবে এবং রিঙ্কু সিং সহ ভারতের অন্যান্য ব্যাটারদের নিয়েও সতর্ক প্রধান কোচ। দুবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন মূল্যবান ২৭ রান।

 

জিম্বাবুয়ে কোচের মতে, ‘তারাও বিপজ্জনক। রেকর্ডেই সেটা প্রমাণিত। এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। আমি মনে করি, একজন তরুণ হিসেবে বেড়ে ওঠার সময় যে কোনো খেলোয়াড় সব সময় বিশ্বের সেরাদের বিপক্ষে খেলার স্বপ্ন দেখবেন।’ রিয়ান পরাগ এই সিরিজে মাঠে নামার সুযোগ পেতে পারেন। তাঁর ব্যাপারেও কোচ সচেতন।

আরও এক বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করল Mohun Bagan

কোচের কথায়, ‘আমরা দেখতে পাচ্ছি রিয়ান পরাগ কতটা বিপজ্জনক। দারুণ আইপিএল মরসুম কেটেছে, নিজের যোগ্যতা প্রমাণ করেছে।’