IND vs SL: ভারতকে হারিয়ে টুর্নামেন্ট জিতে নিল শ্রীলঙ্কা

Women’s Asia Cup 2024 টুর্নামেন্টে ইতিহাস গড়েছে শ্রীলঙ্কা (IND vs SL) মহিলা দল। রবিবার (২৮ জুলাই) ডাম্বুলায় ফাইনাল ম্যাচে ভারতের মহিলা দলকে ৮ উইকেটে হারিয়ে…

IND vs SL Women's Asia Cup 2024 final match

Women’s Asia Cup 2024 টুর্নামেন্টে ইতিহাস গড়েছে শ্রীলঙ্কা (IND vs SL) মহিলা দল। রবিবার (২৮ জুলাই) ডাম্বুলায় ফাইনাল ম্যাচে ভারতের মহিলা দলকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে শ্রীলঙ্কা।

Paris Olympics: অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের পরামর্শ মাথায় রেখে পদক জিতেছেন মনু

   

মেয়েদের এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। এখনও পর্যন্ত মহিলাদের এশিয়া কাপের ৯টি মরসুম হয়েছে, যার মধ্যে ভারতীয় দল ৭বার চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে উঠেছিলেন ন’বারই। শেষবার মহিলা এশিয়া কাপ হয়েছিল ২০২২ সালে। উইমেন্স এশিয়া কাপের শেষ আট আসরের মধ্যে মাত্র একবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। ভারত জিতেছে সাতবার। এই নবম আসরে জিতে ইতিহাস গড়েছেন লঙ্কানরা। অন্যদিকে পাকিস্তান এখনও পর্যন্ত মহিলা এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি।

এদিনের ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১৬৬ রানের টার্গেট দিয়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ম্যাচ ও শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার তরফে হর্ষিতা সামারাবিক্রমা খেলেন ৬৯ রানের অপরাজিত ইনিংস। অধিনায়ক চামিরা আতাপাত্তু করেন ৬১ রান। কাভিশা দিলহারি ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ভারতের কোনো বোলারই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। একটি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামিরাকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন।

Manu Bhaker: ঐতিহাসিক! প্যারিস অলিম্পিকে প্রথম পদক জিতল ভারত

অন্যদিকে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছিল ভারতীয় দল। দলের পক্ষে ৪৭ বলে ৬০ রান করেন ওপেনার স্মৃতি মান্ধানা। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান রিচা ঘোষ ৩০ ও জেমাইমা রদ্রিগেজ ২৯ রান করেন। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন কাভিশা।