বৃহস্পতিবার (১১ জুলাই) ভারতের আসন্ন শ্রীলঙ্কা (IND vs SL) সফরের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ২৬ জুলাই থেকে শ্রীলঙ্কা সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। নতুন হেড কোচ গৌতম গম্ভীরের ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে এটাই প্রথম সফর। জুলাইয়ের শেষ ও অগস্টের শুরুতে তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। ২৬ ও ২৭ জুলাই ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ এবং ওয়ানডে শুরু হবে ১ অগস্ট। প্রতিটি ম্যাচের মধ্যে দুই দিনের ব্যবধানে।
কাজ শুরু করে দিলেন Gautam Gambhir! বোর্ডের কাছে করলেন বড় দাবি
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ। এর পর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে পঞ্চাশ ওভারের ম্যাচ তিনটি। দুই দলই তাদের নতুন প্রধান কোচের অধীনে প্রথম সিরিজ খেলতে চলেছে। সনৎ জয়সূর্য শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসাবে মনোনীত করা হয়েছে। গৌতম গম্ভীর ভারতের নতুন প্রধান কোচ হিসাবে তাঁর প্রথম সিরিজে দলকে খেলাতে চলেছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে।
ভারত শেষবার ২০২১ সালের জুলাইয়ে দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজের জন্য শ্রীলঙ্কা সফর করেছিল। দ্রাবিড় স্ট্যান্ড-ইন কোচ এবং শিখর ধাওয়ান সাদা বলের অধিনায়ক ছিলেন। ভারত ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে জয়লাভ করেছিল। শ্রীলঙ্কা একই ব্যবধানে জিতেছিল টি-টোয়েন্টি সিরিজ।
🚨 NEWS 🚨
Fixtures for the upcoming India tour of Sri Lanka announced! 📢#TeamIndia | #SLvIND pic.twitter.com/oBCZn0PlmK
— BCCI (@BCCI) July 11, 2024
IND vs ZIM: বিশ্বকাপ জয়ের পর নতুন রেকর্ড, ধরাছোঁয়ার বাইরে ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এটি ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিল।
