রোহিত-গম্ভীরের সামনে ‘ইজ্জত কা সওয়াল’, হারলেই ভাঙবে ২৭ বছরের অক্ষত রেকর্ড

ভারত এবং শ্রীলঙ্কার (IND vs SL 3rd ODI) মধ্যে আয়োজিত একদিনের ক্রিকেট সিরিজের শেষ ম্যাচটি আগামী ৭ অগস্ট আয়োজন করা হবে। তিন ম্যাচের এই সিরিজে…

Rohit Sharma and Gautam Gambhir

ভারত এবং শ্রীলঙ্কার (IND vs SL 3rd ODI) মধ্যে আয়োজিত একদিনের ক্রিকেট সিরিজের শেষ ম্যাচটি আগামী ৭ অগস্ট আয়োজন করা হবে। তিন ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়া ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল শেষ ম্যাচটা জিতে এই সিরিজে সমতা ফেরাতে চাইবে। প্রথম দুটো ম্যাচে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স যথেষ্ট হতাশ করেছে। গত ২৭ বছরে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ক্রিকেট দল কোনও ওডিআই সিরিজ জিততে পারেনি। এই পরিস্থিতিতে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের কাছে এই ম্যাচটা যে সম্মানরক্ষার লড়াই হতে চলেছে, তা নিশ্চিন্তে বলা যেতেই পারে।

গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার পর টিম ইন্ডিয়া এই প্রথমবার কোনও ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে। এই সিরিজটা হেরে গম্ভীর তাঁর ক্রিকেট কেরিয়ার একেবারেই শুরু করতে চাইবেন না। ১৯৯৭ সালে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পরাস্ত হয়েছে ভারতীয় ক্রিকেট দল। অর্জুনা রণতুঙ্গার দল টিম ইন্ডিয়াকে তিন ম্যাচের ক্রিকেট সিরিজে পরাস্ত করেছিল। ওই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। তারপর থেকে এই দুটো দেশের মধ্যে মোট ১১টি একদিনের ক্রিকেট সিরিজ আয়োজন করা হয়েছে। আর প্রত্যেকটাই জিতেছে টিম ইন্ডিয়া। তবে এই সিরিজে ভারতের সামনে জয়ের কোনও রাস্তাই আর খোলা নেই। কারণ প্রথম ম্য়াচটা টাই হয়ে যায়। আর দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া ৩২ রানে হার স্বীকার করেছে। এবার রোহিত শর্মার দল এই সিরিজে শুধুমাত্র ড্র’ই করতে পারে।

   

এই সিরিজে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স সমর্থকদের যথেষ্ট হতাশ করেছে। আর প্রেমদাসা স্টেডিয়ামের উইকেটে স্পিনাররা যথেষ্ট সাহায্য পান। অধিনায়ক রোহিত শর্মা ছাড়া ভারতের আর কোনও ব্যাটার শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে পারেনি। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি এখনও পর্যন্ত দুই ম্যাচে ৩৮ রান করেছেন। অতি সহজেই তিনি নিজের উইকেট খুইয়ে আসছেন। এটা দলের কাছে অবশ্যই একটা উদ্বেগের বিষয়। আশা করা যায়, কোহলি এই ম্যাচে তাঁর ব্যাটিং ‘জ্বলওয়া’ দেখাতে পারবেন। রোহিত যেভাবে শুরুটা বেশ আক্রমণাত্মক মেজাজে করছেন, সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়া দরকার বিরাট কোহলির। কিন্তু, এখনও পর্যন্ত সেই দায়িত্ব তিনি পালন করতে পারেননি।

শ্রীলঙ্কার স্পিনারদের তাণ্ডব
এই সিরিজে শ্রীলঙ্কার স্পিনাররা ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে রীতিমতো দাপুটে পারফরম্যান্স করছেন। ভারতীয় ব্যাটার শিবম দুবে স্পিনারদের বিরুদ্ধে সচরাচর বেশ ভালোই খেলেন। কিন্তু, গত ম্য়াচে জেফ্রি ভান্ডারসের লেগ স্পিন তিনি বুঝতেই পারলেন না। শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলও শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে খেলতে ব্যর্থ হয়েছেন। তবে গত ম্যাচে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলকে ৪৪ বলে ৬৪ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। শ্রীলঙ্কার স্পিনাররা তাঁকে সেভাবে কাবু করতে পারেননি। আশা করা হচ্ছে, তৃতীয় একদিনের ম্যাচে শিবম দুবের জায়গায় রিয়ান পরাগকে সুযোগ দেওয়া হতে পারে। তিনি স্পিনারদের বিরুদ্ধে ভালো ব্যাটিং করতে পারেন।

একনজরে ভারতীয় ক্রিকেট স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা।

একনজরে শ্রীলঙ্কান ক্রিকেট স্কোয়াড:
চরিথ আশালঙ্কা, পাথুম নিশঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানগে, নিশান মধুষ্কা, দুনিথ ওয়েললাগে, চামিকা করুণারত্নে, আকিলা ধনঞ্জয়, মহম্মদ সিরাজ, মাহেশ থিক্ষণা, অসিথা ফার্নান্ডো, ইশান মালিঙ্গা, জেফ্রি ভান্ডারসে।