IND vs SA: কেপটাউন টেস্টে ২৪তম ওভারে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার দল। এরপর ভারতীয় দলও ৩৫তম ওভারে নেমে যায়। প্রথম ইনিংসে আয়োজক দক্ষিণ আফ্রিকা মাত্র ৫৫ রান করতে পেরেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রানে গুটিয়ে যায় ভারতীয় দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন বিরাট কোহলি। ভারত তাদের শেষ ৬ উইকেট হারায় ০ রানে। টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এমনটা দেখা গেল।
৩৩ ওভার পর্যন্ত ভারতীয় দলের স্কোর ছিল ১৫৩ রানে ৪ উইকেট। ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও কেএল রাহুল। আশা করা হয়েছিল যে ভারতীয় দল কমপক্ষে ২৫০ রান করবে। কিন্তু এখান থেকে যা ঘটেছে তা হয়তো কেউ বিশ্বাস করবে না। এরপর পুরো দল একই স্কোরে উইকেট হারায়। শেষ ৬ উইকেট পড়ে যায় একটাও রান না করে।
First time in Test cricket history:
Team lost the last 6 wickets without scoring a single run…!!! pic.twitter.com/hNt1dJ4aVt
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 3, 2024
ভারত ৯৮ রানের লিড নিতে পেরেছে কয়েক ঘণ্টার মধ্যেই ফের মাঠে নামেন ভারতীয় বোলাররা। লুঙ্গি এনগিডি ৩৪তম ওভারে নেন তিনটি উইকেট। এরপর রাবাদার ৩৫তম ওভারে পাঁচ বলে ভারতের তিন উইকেটের পতন। এভাবেই ভেঙে পড়ে ভারতীয় দলের ইনিংস। সর্বোচ্চ ৪৬ রান করেন বিরাট কোহলি।
এই ইনিংসে ভারতের ছয় জন খেলোয়াড় রানের খাতা খুলতে পারেননি। শেষবার ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন ঘটনা ঘটেছিল, যখন ভারতের ছয় জন খেলোয়াড় ০ রবে আউট হয়েছিলেন। যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা এই ইনিংসে খাতা খুলতে পারেননি।
An action-packed Day 1 in Cape Town comes to an end 🙌🏻
A total of 2️⃣3️⃣ wickets were claimed on the opening day!
South Africa 62/3 in the second innings, trail by 36 runs.
Scorecard ▶️ https://t.co/PVJRWPfGBE#TeamIndia | #SAvIND pic.twitter.com/7lo71BWms0
— BCCI (@BCCI) January 3, 2024