Ind vs SA 2021: প্রোটিয়ার্সদের বিরুদ্ধে ওয়ানডে’তে বিরাট কোহলিকে ঘিরে অনিশ্চয়তা অব্যাহত

Virat Kohli

Sports desk: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের (Ind vs SA 2021) আগে আরও একটি বড় ধাক্কা খেতে পারে টিম ইন্ডিয়া। একটি সর্বভারতীয় বৈদ্যুতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসন্ন ওয়ানডে সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করতে পারেন বিরাট কোহলি৷

Advertisements

সোমবার, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে যে রোহিত শর্মাকে মুম্বই’তে অনুশীলনের সময় বাম হ্যামস্ট্রিং’এ চোট পান।এই চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে।

খবরে প্রকাশ, ওডিআই সিরিজের সময় রোহিতের ঠিক হয়ে যাওয়া উচিত এবং দলের নেতৃত্বে ফিরবেন। রোহিত এখন ওয়ানডে ফর্ম্যাটে পুরো সময়ের কমান্ড পেয়েছেন। সম্প্রতি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে রোহিত শর্মাকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে।

Advertisements

সূত্রের খবর, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে প্রায় এক মাস সময় লাগবে রোহিত শর্মার। পার্রলে’র বোল্যান্ড পার্কে ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে ২১ জানুয়ারি এবং সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৩ জানুয়ারি কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ প্রজাতির ‘ওমিক্রন’ ভাইরাসের বাড়বাড়ন্তের জেরে ভারতের পূর্ব নির্ধারিত প্রোটিয়ার্সদের বিরুদ্ধে সফর কাটছাঁট করা হয়েছে। নতুন ফিক্সারে ভারতকে দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট এবং তিন ওয়ানডে খেলতে হবে। ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সফর।