Tuesday, October 14, 2025
HomeSports NewsIND vs NZ, T20 World Cup: 'বাউন্স ব্যাক'র প্রত্যাশায় ছিল দেশ, বিরাট...

IND vs NZ, T20 World Cup: ‘বাউন্স ব্যাক’র প্রত্যাশায় ছিল দেশ, বিরাট লজ্জার হার টিম কোহলির

নিউজিল্যান্ড ভারতকে 8 উইকেটে হারাল

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউট স্টেজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম বিরাটের লজ্জার হার। ভারত প্রথম একাদশে দুই বদল ঘটায়, ইশান কিশান এবং শার্দূল ঠাকুরকে এনে। কিন্তু তাতেও মেন ইন ব্লু’দের হালে পানি ফিরলো না। 

Advertisements

টসে জিতে কিউই অধিনায়ক কেন উইলিয়মস বোলিং’র সিদ্ধান্ত নেয়। এরপর খড়কুটোর মতোই গর্বের ভারতীয় ব্যাটিং লাইন আপে বিরাট ধস নামে। ২০ ওভার শেষে ভারত ৭ উইকেটের বিনিময়ে মাত্র ১১০ রান তোলে। নিউজিল্যান্ড অধিনায়কের টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত ক্লিক করে।

Advertisements

নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ৩, সোধি ২, টিম সাউদি এবং অ্যাডম একটি করে উইকেট নিয়ে টিম কোহলিদের দুমড়ে মুচড়ে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গুপ্টিলের উইকেট হারায়। গুপ্টিল ১৭ বলে ২০ রান করে। নিউজিল্যান্ড ওই সময়ে ৩.৪ ওভারে ২৪ রান স্কোরবোর্ডে তুলেছে। মিচেল ৩৫ বলে দুরন্ত ৪৯ রান করে আউট হয়, কিউইদের স্কোর তখন ৯৬ রানে ২ উইকেট, ১২.৪ ওভারে।

শেষ পর্যন্ত নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়মস ৩১ বলে ৩৩ এবং ডিভন কনওয়ে ৪ বলে ২ রানে নট আউট থেকে ম্যাচ জিতিয়ে নেয় ভারতের বিরুদ্ধে, ১৪.৩ ওভারে। নিউজিল্যান্ড ৮ উইকেটে জেতে টিম বিরাটের বিরুদ্ধে।

চলতি টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউটে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় হার। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ২ উইকেট নিয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments