
৩০১ রানের কঠিন লক্ষ্য তাড়া করে প্রথম এক দিনের ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় শিবির (IND vs NZ)। যদিও চোটের কারণে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ছিটকে গিয়েছেন, তবু দলে চিন্তার ভাঁজ নেই। কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে অধিনায়ক শুভমন গিল, সবার কণ্ঠেই ধরা পড়ছে আত্মবিশ্বাস। বুধবার রাজকোটে দ্বিতীয় ম্যাচেই তিন ম্যাচের এক দিনের সিরিজ নিজেদের করে নিতে মরিয়া ভারত। তবে টস ভাগ্য সহায় হল না গিলের। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠাল ভারতকে।
দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক এই তারকার! সম্ভাব্য একাদশে বিরাট চমক
রাজকোটের পিচ ভারতীয়দের অচেনা নয়। তার উপর বিরাট কোহলির ব্যাটে ফর্মে ফেরার ইঙ্গিত এবং শুভমন গিলের রান পাওয়া ভারতীয় শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে। চোট কাটিয়ে ফেরা সহ-অধিনায়ক শ্রেয়স আয়ারও রয়েছেন ছন্দে। গম্ভীরের লক্ষ্য স্পষ্ট, দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করা। তাতে আগামী রবিবার ইন্ডোরে তৃতীয় ম্যাচে পরীক্ষানিরীক্ষার সুযোগ মিলবে, পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়াও সম্ভব হবে।
তবে বোলিং বিভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছেই। প্রথম ম্যাচে হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজরা নিউজিল্যান্ডের টপ অর্ডারকে দ্রুত ভাঙতে ব্যর্থ হন। তার ফলেই কিউয়িরা ৩০০ রানের গণ্ডি পেরোয়। মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে নিউজ়িল্যান্ডের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী, সঙ্গে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং ইউনিটও তাদের বড় অস্ত্র। তাই সিরিজ়ে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না গম্ভীর।
ওয়াশিংটন সুন্দরের অনুপস্থিতি পূরণ করাও নতুন চ্যালেঞ্জ ভারতীয় শিবিরের সামনে। তাঁর চোটের কারণে প্রথম একাদশে অন্তত একটি পরিবর্তন নিশ্চিত। সেই সুযোগই মিলেছে নীতিশ কুমার রেড্ডির।
T20 World Cup: ভেন্যু বদলের অনুরোধে সাড়া দিল না আইসিসি, অবস্থান বদলায়নি বাংলাদেশ
ব্যাটিং অর্ডারে কোনও পরিবর্তন নেই। ওপেনিংয়ে শুভমনের সঙ্গে ইনিংস শুরু করবেন রোহিত শর্মা। তিন নম্বরে বিরাট কোহলি, চার নম্বরে শ্রেয়স আয়ার। পাঁচ নম্বরে নামবেন রবীন্দ্র জাডেজা এবং ছয় নম্বরে লোকেশ রাহুল, যিনি প্রথম ম্যাচের মতো রাজকোটেও উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন।
ব্যাটিং অর্ডারের শেষ চারটি স্থান জুড়ে থাকছেন বিশেষজ্ঞ বোলাররা। আট থেকে এগারো নম্বরে পর পর নামবেন হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচ পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে হর্ষিতকে দু’-এক ধাপ উপরে ব্যাট করতে পাঠানো হতে পারে। এই ম্যাচেও সুযোগ এল না আর্শদীপ সিংয়ের।
সব মিলিয়ে, টস হারলেও আত্মবিশ্বাসে ভর করে রাজকোটে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে ভারতীয় দল। এখন দেখার, পরিকল্পনা কতটা সফলভাবে বাস্তবায়িত করতে পারে গিল-গম্ভীরের ভারত।










