HomeSports NewsWomen's ODI Tournament: বাংলার অশ্বমেধের ঘোড়া ছুটে চলেছে

Women’s ODI Tournament: বাংলার অশ্বমেধের ঘোড়া ছুটে চলেছে

অপরাজেয় বাংলা সিনিয়র উইমেনস ক্রিকেট টিম

- Advertisement -

Sports desk: অপরাজেয় বাংলা সিনিয়র উইমেনস ক্রিকেট টিম। বিসিসিআই পরিচালিত সিনিয়র উইমেনস ওয়ান ডে টুর্নামেন্টে বৃ্হস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে বাংলা ৪ উইকেটে জয়ী হয়েছে। টুর্নামেন্টে বাংলা টানা ৪ ম্যাচে জয়ের মুখ দেখল।

বাংলার হয়ে সুকন্যা পরিধা ১০ ওভার, ৩ মেডেন ওভার, ২২ রান দিয়ে, ৪ উইকেট তুলে নেয়। অন্যদিকে গৌহর সুলতানা ১০ ওভারে, ৬ মেডেন ওভারে, ৮ রানে ২ উইকেট শিকার করে। বেঙ্গালুরুতে টসে জিতে পাঞ্জাব ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয়। বাংলা ৪২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান তোলে। ভ্যানিতা ভিআর ৩৩,পিপি পাল ২৫, গৌহর সুলতানা নট আউট ৩২ রান করেন।

   

জবাবে পাঞ্জাব ব্যাট করতে এসে ধারাবাহিকভাবে উইকেট হারাতে শুরু করে। পাঞ্জাব অধিনায়ক তানিয়া ভাটিয়া, পরভীন খান,নীতু সিং, হরপ্রীত ঢিল্লোনের উইকেট শিকার করে বাংলার বোলার সুকন্যা পরিধা। আর গৌহর সুলতানা পাঞ্জাবের কণিকা আহুজা এবং নীলম বিষ্ঠ’র উইকেট তুলে নেয়। বাংলার পরের ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে আগামী শনিবার, ৬ নভেম্বর।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular