বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, তা ফের একবার প্রমাণ করে দিলেন ভগবনী দেবী (Bhagwani Devi)। ৯৪ বছর বয়সে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণ এবং দুটি ব্রোঞ্জ পদক জিতে নিলেন তিনি।
Advertisements
৯৪ বছর বয়সে এই কাজ করে সকলের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন ভগবনী। তিনি প্রমাণ করেছেন যে বয়স একটি সংখ্যা মাত্র। যদি কোনও ব্যক্তির কোনও কিছু করার ইচ্ছাশক্তি থাকে তবে তিনি অবশ্যই সফল হন। ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে সোনার পদক জিতে সেটাই প্রমাণ করে দিয়েছেন হরিযানার ভগবনী দেবী।
Advertisements
ফিনল্যান্ডের ট্যাম্পেরেতে ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে মাত্র ২৪.৭৪ সেকেন্ডে স্বর্ণপদক জিতেছেন ভগবনী দেবী। সেই সঙ্গে শট পুটে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। ক্রীড়া মন্ত্রক ভগবতীকে তার দর্শনীয় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে। তাঁর ছবি-সহ একটি অভিনন্দন বার্তা লিখেছে মন্ত্রক।