HomeSports Newsজাতীয় গেমসে জোড়া সোনা বাংলার দখলে

জাতীয় গেমসে জোড়া সোনা বাংলার দখলে

- Advertisement -

উত্তরাখণ্ডে অনুষ্ঠিত চলতি জাতীয় গেমসে (National Games) বড় সাফল্য পেলেন বাংলার (Bengal) ক্রীড়াবিদরা। সোমবার, টেবিল টেনিসে (Table Tennis) দলগত বিভাগে বাংলা ঝুলিতে এল জোড়া সোনা (Two Gold Medals)। পুরুষ ও মহিলা দুই বিভাগেই সোনা জয় করে বাংলার ক্রীড়াবিদরা এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। সবচেয়ে আনন্দের বিষয়, দুই বিভাগেই বাংলার দল শক্তিশালী মহারাষ্ট্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

মহিলাদের ফাইনালে বাংলা ৩-১ ব্যবধানে মহারাষ্ট্রকে (Maharashtra) পরাজিত করে সোনা জয় করে। পুরুষদের বিভাগেও বাংলা মহারাষ্ট্রকে ৩-০ ব্যবধানে হারিয়ে সোনা নিশ্চিত করে। এই সাফল্যের পেছনে ছিলেন বাংলার টেবিল টেনিস তারকা সুতীর্থা মুখোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায়, পয়মন্তী বৈশ্য, অনির্বাণ ঘোষ, আকাশ পাল, সৌরভ সাহা এবং রনিত ভঞ্জ।

   

মহিলা দলের জয়

মহিলাদের ফাইনালে বাংলার দল যেভাবে জয়লাভ করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রথম সিঙ্গলসে সুতীর্থা মুখোপাধ্যায় মহারাষ্ট্রের স্বস্তিকা ঘোষকে পরাজিত করে বাংলা দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর, ঐহিকা মুখোপাধ্যায় মহারাষ্ট্রের দিয়া পরাগ চিতালের কাছে হেরে যান। কিন্তু বাংলা দলের হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ছিল। তৃতীয় সিঙ্গলসে পয়মন্তী বৈশ্য মহারাষ্ট্রের তানিশা কোটেচাকে হারিয়ে বাংলা দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর, ঐহিকা মুখোপাধ্যায় ফিরে এসে স্বস্তিকা ঘোষকে পরাজিত করে বাংলার সোনার জয় নিশ্চিত করেন।

মহিলাদের দল সোনা জেতার পর অভিজ্ঞ খেলোয়াড় মৌমা দাস আনন্দিত হয়ে বলেন, “ফাইনালে মহারাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত সোনাই আমাদের কপালে এসেছে। এটি আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত।”

পুরুষদের জয়

পুরুষদের বিভাগে বাংলার ক্রীড়াবিদরা দাপট দেখিয়েছেন। প্রথম সিঙ্গলসে অনির্বাণ ঘোষ মহারাষ্ট্রের যশ মোদীকে ৩-২ ব্যবধানে হারিয়ে বাংলা দলকে ১-০ এগিয়ে দেন। এরপর, আকাশ পাল মহারাষ্ট্রের রেগান আলবাকার্ককে পর পর তিনটি গেমে হারিয়ে বাংলা দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। শেষদিকে, সৌরভ সাহা মহারাষ্ট্রের চিন্ময় সৌম্যকে ৩-১ ব্যবধানে হারিয়ে বাংলার সোনার জয় নিশ্চিত করেন।

পুরুষদের টেবিল টেনিসেও বাংলার এমন অসাধারণ পারফরম্যান্স পুরো দেশকে অবাক করেছে। এই সাফল্যের মাধ্যমে প্রমাণিত হলো যে, বর্তমানে বাংলাই টেবিল টেনিসের ক্ষেত্রে সেরা।

এই সাফল্যের পেছনে রয়েছে অনেকদিনের কঠোর প্রশিক্ষণ, অদম্য ইচ্ছাশক্তি এবং টিম স্পিরিট। বাংলার টেবিল টেনিস দলের সদস্যরা শুধু নিজেদের দক্ষতা এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করেননি, বরং একে অপরের প্রতি আস্থা ও সমর্থন রেখেছেন। এক সোনালি ভবিষ্যতের জন্য তাঁরা একসঙ্গে লড়াই করেছেন, যা তাদের একত্রে এনে দিয়েছে এই ঐতিহাসিক জয়।

বাংলার এই সাফল্য কেবল ক্রীড়াক্ষেত্রেই নয়, সামাজিক ও সাংস্কৃতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলার ক্রীড়াবিদরা জাতীয় গেমসে টেবিল টেনিসে এই অসাধারণ জয়ের মাধ্যমে তাঁদের রাজ্যকে গর্বিত করেছেন। এটা প্রমাণ করে দিল যে, বাংলার টেবিল টেনিস খেলোয়াড়দের দক্ষতা এবং প্রতিযোগিতার প্রতি তাঁদের নিবেদন কোনওভাবেই কম নয়।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular