অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে গুজরাটকে টেক্কা দিতে তৈরী এই দুই তারকা

আইপিএল ২০২৫ (IPL 2025) উত্তেজনা এখন চরমে। প্রতিটি ম্যাচে পাল্টাচ্ছে প্লে-অফের (Playoff) সমীকরণ, সঙ্গে বদলে যাচ্ছে অরেঞ্জ (Orange Cap) ও পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ের…

In IPL 2025 Updated on Orange Cap and Purple Cap list

আইপিএল ২০২৫ (IPL 2025) উত্তেজনা এখন চরমে। প্রতিটি ম্যাচে পাল্টাচ্ছে প্লে-অফের (Playoff) সমীকরণ, সঙ্গে বদলে যাচ্ছে অরেঞ্জ (Orange Cap) ও পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ের চিত্র। এমন এক সন্ধিক্ষণে ওয়াংখেড়েতে মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে ৫৯ রানের বড় জয় ছিনিয়ে নেয় মুম্বই। সেই সঙ্গে নিশ্চিত করে নেয় প্লে-অফের টিকিট। তবে শুধু দলগত সাফল্য নয়, ব্যক্তিগত তালিকাতেও নজর কেড়েছেন দুই পল্টন তারকা — সূর্যকুমার যাদব ও ট্রেন্ট বোল্ট।

ব্যাটে ঝড় তুলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সূর্য

   

সারা মরসুম ধরেই ধারাবাহিকভাবে ভাল খেলেছেন সূর্যকুমার যাদব। তবে দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে তার ইনিংসটি ছিল এক কথায় ম্যাচ ঘোরানো। মাত্র ৪৫ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার। এই ইনিংসেই দলের রান ১৮০ ছাড়িয়ে যায়, যা শেষ পর্যন্ত ম্যাচ জয়ের ভিত তৈরি করে দেয়।

এই ইনিংসের সৌজন্যে সূর্যকুমার তাঁর মোট রান সংখ্যা নিয়ে যান ৫৮৩, যা তাঁকে অরেঞ্জ ক্যাপের তালিকায় এনে দেয় তৃতীয় স্থানে। আইপিএলের এই মরসুমে এখন পর্যন্ত তাঁর স্ট্রাইক রেট ১৫৭ বেশি এবং গড় প্রায় ৫৩। তিনি ঠিক সময়ে ফর্মে ফিরে আসায় মুম্বই ইন্ডিয়ান্সও ফিরে পেয়েছে তাদের আত্মবিশ্বাস।

বোল্টের ধারাবাহিকতা পার্পল ক্যাপের লড়াইয়ে

একইসঙ্গে, মুম্বইয়ের বোলিং বিভাগেও রয়েছে একজন ভরসাযোগ্য তারকা ট্রেন্ট বোল্ট। বাঁ-হাতি এই পেসার নিজের সুইং আর লাইন-লেন্থ দিয়ে গোটা মরসুমেই ব্যাটারদের সমস্যায় ফেলেছেন। দিল্লির বিরুদ্ধে ম্যাচে যদিও তিনি মাত্র ১ উইকেট নিয়েছেন, তবুও তাঁর মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৩ ম্যাচে ১৯।

Advertisements

এই পরিসংখ্যান তাঁকে পার্পল ক্যাপ তালিকায় তৃতীয় স্থানে তুলে এনেছে। বোল্টের বিশেষত্ব হল পাওয়ারপ্লেতে দ্রুত উইকেট তুলে নেওয়া। তার বোলিংয়ের সৌজন্যেই প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার মাঝপথে ভেঙে পড়ে। চলতি মরসুমে তাঁর ইকোনমি রেট ৭.৮৫-এর কাছাকাছি, যা টি-টোয়েন্টিতে যথেষ্ট প্রশংসনীয়।

মুম্বইয়ের ছক্কা মরসুমে ছয় নম্বর খেতাবের লক্ষ্য

এই জয়ের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্স শুধু প্লে-অফে জায়গা নিশ্চিত করল না, বরং নিজেদের ষষ্ঠ আইপিএল খেতাব জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল। দলের ব্যাটিং ও বোলিং, উভয় বিভাগেই তারকারা সেরা ছন্দে রয়েছেন। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দল যে ফাইনাল পর্যন্ত যেতে চায়, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে দিল্লির বিরুদ্ধে ম্যাচে।

এখন দেখার বিষয়, প্লে-অফে কীভাবে নিজেদের সেরা ফর্ম ধরে রাখে মুম্বই ইন্ডিয়ান্স। তবে সূর্যকুমার যাদব ও ট্রেন্ট বোল্ট যদি এই ছন্দে খেলতে থাকেন, তবে প্রতিপক্ষদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।

আইপিএলের বাকি ম্যাচগুলোতে নজর থাকবে এই দুই পল্টন তারকার ওপর। তাঁদের পারফরম্যান্সেই নির্ধারিত হতে পারে, অরেঞ্জ ও পার্পল ক্যাপের নতুন অধিকারী কারা হবেন!