আইপিএল ২০২৫ (IPL 2025) জমজমাট লড়াইয়ে বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুখোমুখি হচ্ছে হেভিওয়েট দুই দল, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এই ম্যাচ হয়ে উঠেছে কার্যত অলিখিত কোয়ার্টার ফাইনাল। পয়েন্ট টেবিলে এখন চতুর্থ স্থানে মুম্বই, তাদের পয়েন্ট ১৪। দিল্লি রয়েছে পঞ্চম স্থানে, তাদের পয়েন্ট ১৩। দুই দলই এখনও পর্যন্ত খেলেছে ১২টি করে ম্যাচ। তাই বাকি দুই ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত করার সুযোগ রয়েছে দুই দলের সামনেই। তবে বুধবারের ম্যাচে জয় যে দল পাবে, তারা প্লে-অফের দিকে এক ধাপ এগিয়ে যাবে নিশ্চিতভাবেই।
মুম্বইয়ের দলে রয়েছেন একাধিক ইন-ফর্ম ক্রিকেটার। ওপেনিংয়ে রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের জুটি ইতিমধ্যেই কয়েকটি বড় রানের পার্টনারশিপ উপহার দিয়েছে। তিন নম্বরে ব্যাট করতে নামা সূর্যকুমার যাদবও দারুণ ছন্দে রয়েছেন। তার ৩৫ বলে ৭১ রানের ইনিংস এখনও মনে রেখেছে ক্রিকেটপ্রেমীরা। মিডল অর্ডারে অধিনায়ক হার্দিক পান্ডিয়া বড় শট মারার ক্ষমতা রাখেন। তবে মুম্বইয়ের বোলিং বিভাগের সবচেয়ে বড় ভরসা জশপ্রীত বুমরাহ। তার লাইন-লেংথ আর মৃত্যুর ওভারে নিখুঁত ইয়র্কার যে কোনও ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে পারে।
অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসেরও ভরসা করার মতো একাধিক ম্যাচ উইনার রয়েছে। সর্বশেষ ম্যাচে ওপেন করতে নেমেই দুর্দান্ত সেঞ্চুরি করে নজর কেড়েছেন কেএল রাহুল। অভিষেক পোড়েল এবং অভিজ্ঞ ফ্যাফ ডু প্লেসি ধারাবাহিকভাবে রান করে চলেছেন। মিডল অর্ডারে রয়েছেন ত্রিস্তান স্টাবস, যিনি দ্রুত রান তোলার জন্য বিখ্যাত। দিল্লির বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী। স্পিন ও পেস মিলিয়ে ভারসাম্য রয়েছে বোলিং লাইনআপে।
এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। মুম্বই জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬-এ এবং তারা কার্যত নিশ্চিত করবে প্লে-অফের টিকিট। অন্যদিকে, দিল্লির কাছে এই ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং, দুই দলের কাছেই ম্যাচটি বাঁচা-মরার।
ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক পিচে বড় রান প্রত্যাশিত। আগেই বলা হয়েছে, এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। তাই ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর সন্ধ্যা। এখন দেখার, কে বাজিমাত করে — মুম্বইয়ের শক্তিশালী টপ অর্ডার না কি দিল্লির প্রাণবন্ত ব্যাটিং লাইনআপ?