সাত নম্বর জার্সির সেই মানুষটি কি এবার শেষবারের মতো ইডেন গার্ডেন্সের মাঠে নামবেন? এমন প্রশ্নেই এখন সরগরম গোটা ক্রিকেট মহল। কলকাতার মাটি যেন অপেক্ষায় আছে মহেন্দ্র সিং ধোনির শেষ ইনিংসের সাক্ষী হওয়ার জন্য। আইপিএল ২০২৫ (IPL 2025) লিগ পর্বে কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম চেন্নাই সুপার কিংস (CSK) ম্যাচ ঘিরে তুমুল উত্তেজনা। মঙ্গলবার, ৭ মে, ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ।
ইংল্যান্ড সফরের পূর্বে প্ৰাক্তন দলকে নিয়ে বড় বার্তা গম্ভীরের
ধোনির দল চেন্নাই সুপার কিংস প্লে-অফে ওঠার আশা আগেই শেষ হয়ে গিয়েছে। আর এই কারণেই ম্যাচটিকে কেন্দ্র করে আরও বেশি করে আবেগপ্রবণ হয়ে উঠছে ক্রিকেটপ্রেমীরা। কেউ কেউ বলছেন, “ইডেনে ধোনিকে আর হয়তো দেখা যাবে না।” আবার অনেকেই আশাবাদী, ‘ক্যাপ্টেন কুল’ হয়তো আরও এক মৌসুম ফিরবেন। তবে নিশ্চিত কিছু জানেন না কেউই।
KKR-এর সামনে কঠিন চ্যালেঞ্জ
মাহি-শো ঘিরে পারদ চড়ছে তিলোত্তমায়, প্র্যাক্টিস না করেও KKR কাঁটা ‘৭’!
কলকাতা নাইট রাইডার্স আইপিএলের চলতি মরসুমে দারুণ ছন্দে রয়েছে। শেষ ম্যাচে হোমগ্রাউন্ডেই এক রানের নাটকীয় জয় তুলে নিয়েছে তারা। তবে ধারাবাহিকতা বজায় রাখাটাই এখন তাদের মূল চ্যালেঞ্জ। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ভালো জায়গায় রয়েছে কেকেআর, কিন্তু প্লে-অফ নিশ্চিত করতে হলে আরও অন্তত একটি জয় দরকার।
চেন্নাই যদিও প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে, তবুও তাদের হারানোর কিছু নেই। বরং তরুণ খেলোয়াড়দের নিয়ে তারা দারুণ ছন্দে রয়েছে। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে শেষ বলে পরাজয় হলেও, দলের পারফরম্যান্স ছিল চমৎকার। বিশেষ করে শিবম দুবে এবং তরুণ স্পিনারদের পারফরম্যান্স KKR-এর চিন্তা বাড়াবে।
ইডেনে শেষ ম্যাচ, আবেগে গা ভাসাচ্ছেন সমর্থকরা
এই ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের জন্য ঘরের মাঠে লিগ পর্বের শেষ ম্যাচ। ফলে ইডেনে ধোনিকে শেষবারের মতো ব্যাট করতে দেখার সুযোগ হারাতে চাইছেন না কেউই। ইতিমধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। স্টেডিয়ামে থাকবে কানায় কানায় ভরা গ্যালারি। ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টারে ভরে উঠেছে ইডেন সংলগ্ন এলাকা। ধোনির প্রতি শ্রদ্ধা জানাতে KKR সমর্থকরাও প্রস্তুত নানা রকম চমক নিয়ে।
ভারতীয় দলের দায়িত্ব ছাড়ছেন স্প্যানিশ কোচ? ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা
কখন, কোথায়, কীভাবে দেখবেন ম্যাচ?
তারিখ: ৭ মে, মঙ্গলবার
সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিট (টস সন্ধ্যা ৭টা)
ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা
টেলিকাস্ট: স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং: JioHotstar অ্যাপে (বিনা মূল্যে)
ভারতীয় ফুটবলের নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছেন কোচ জামিল!
এই ম্যাচ শুধু একটি জয়ের লড়াই নয়, বরং এক কিংবদন্তির সম্ভাব্য বিদায় উপলক্ষে এক বিশেষ অধ্যায়। ধোনির শেষবার ইডেনে নামা কি হবে? নাকি আবারও চমকে দেবেন তিনি তাঁর সিদ্ধান্তে? এর উত্তর মিলবে সময়ের সাথে। তবে তার আগে আজকের ম্যাচে ইডেন গার্ডেন্স সাক্ষী থাকবে আরেকটি রোমাঞ্চকর ক্রিকেটযুদ্ধের।