HomeSports Newsচ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের পরিবর্ত তালিকায় সিরাজ সহ বাংলার ছেলে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের পরিবর্ত তালিকায় সিরাজ সহ বাংলার ছেলে

- Advertisement -

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আসন্ন (ICC Champions Trophy 2025)। কিন্তু এখনও ভারতীয়  ক্রিকেট দল (India Cricket Team)তাদের পরিকল্পনা ঠিক করতে ব্যস্ত। তবে এক বড় দুশ্চিন্তা বিসিসিআইয়ের (BCCI) সামনে, জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) চোট। বিশ্রামে থাকাকালীন এই পেসারের ব্যাক ইনজুরির কারণে তাঁর ফিটনেস নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুমরাহকে রেখেই দল ঘোষণা করেছিলেন বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগারকার।

তবুও তার মাঠে ফেরার অনিশ্চয়তা দলের পেস বোলিং বিভাগের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে, যদি বুমরাহ ফিট না হতে পারেন। সেক্ষেত্রে ভারতীয় দলের পেস বিভাগে পরিবর্তন আসবে তা নিশ্চিত। আর সেই পরিবর্তন যে মহম্মদ সিরাজ এবং আইপিএলের দুই গুরুত্বপূর্ণ বোলারের দিকে দৃষ্টি নিবদ্ধ করবে, তা বেশ স্পষ্ট।

   

সিরাজকে প্রধান পেসার হিসেবে দেখা যাচ্ছে

জসপ্রীত বুমরাহ যদি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারেন, তাহলে তার অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণ পরিচালনার দায়িত্ব নিতে পারেন মহম্মদ সিরাজ। সিরাজ, যিনি বেশ কিছুদিন ধরে টিম ইন্ডিয়ার পেস আক্রমণের অন্যতম অভিজ্ঞ মুখ, বুমরাহর বিকল্প হিসেবে দলে ফিরে আসতে পারেন। যদিও সিরাজ কিছুটা বাদ পড়েছিলেন, কিন্তু বুমরাহর চোটের কারণে এখন তাঁর ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি।

ভারতের পেস আক্রমণকে আরও শক্তিশালী করার জন্য সিরাজের অভিজ্ঞতা এবং দক্ষতা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। সিরাজ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সাফল্য এবং ধারাবাহিকতা প্রমাণ করেছে। বিশেষ করে টি-টোয়েন্টি ও এক দিনের ক্রিকেট ফরম্যাটে তার পারফরম্যান্স দৃষ্টি আকর্ষণ করেছে। তাই, বুমরাহর অনুপস্থিতিতে সিরাজকে প্রধান পেসার হিসেবে দেখা যেতে পারে।

প্রসিদ্ধ কৃষ্ণা: সিরাজের প্রতিদ্বন্দ্বী

যদিও মহম্মদ সিরাজকে ভারতের পেস আক্রমণের মুখ হিসেবে দেখা হচ্ছে, তবে তাঁর পথেও রয়েছে প্রতিদ্বন্দ্বী। ভারতীয় দলের পেস আক্রমণের দায়িত্ব গ্রহণের জন্য এক নতুন মুখ হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা। যিনি কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের পেস আক্রমণের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং তার গতির আক্রমণ এবং স্লোয়ার বলের দক্ষতা তাকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করেছে।

মুকেশ কুমারের সুযোগ

আরেকটি গুরুত্বপূর্ণ নাম যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর বিকল্প হিসেবে উঠে আসতে পারে। তিনি হলেন মুকেশ কুমার। বাংলার এই অভিজ্ঞ পেসার এখনও পর্যন্ত সীমিত ওডিআই ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, কিন্তু তিনি তাঁর দক্ষতা প্রমাণ করেছেন। মুকেশ কুমারের বিশেষত্ব হল তার নিখুঁত লাইনে বল করা এবং অল্প গতি নিয়ে ব্যাটসম্যানদের বিপদে ফেলা। যদিও তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা অনেক কম, তবে সিরাজ কিংবা কৃষ্ণা যদি দলে না সুযোগ পান, তাহলে মুকেশ কুমারকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।

মুকেশ কুমার দলে থাকলে ভারতীয় দলের পেস আক্রমণ আরও ভারসাম্যপূর্ণ হতে পারে। তার সঠিক লাইন এবং লেন্থের মাধ্যমে তিনি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে সক্ষম। এমনকি তার ওপর ভারতীয় দলের নির্ভরতা বাড়াতে পারে, যদি সিরাজ অথবা প্রসিদ্ধ কৃষ্ণা খেলার সুযোগ না পান।

ভারতীয় দলের পরিকল্পনা সফল হলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন পেস বোলিং শক্তি সৃষ্টি হতে পারে। যা ভারতীয় দলের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে সবকিছু নির্ভর করবে, চোটগ্রস্ত বুমরাহ মাঠে ফিরতে পারেন কি না, তার ওপর।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular