ISL: ‘হেরো’ বাগান খেলবে ফাইনাল! এটিকে মোহনবাগানকে পাত্তা দিচ্ছেন না বিজয়ন

ISL: ফাইনালে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ফুটছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি আইএম বিজয়ন (IM Vijayan)। জানালেন, এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) ফাইনালে খেলার কোনও সম্ভাবনাই…

ISL: 'হেরো' বাগান খেলবে ফাইনাল! এটিকে মোহনবাগানকে পাত্তা দিচ্ছেন না বিজয়ন

ISL: ফাইনালে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ফুটছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি আইএম বিজয়ন (IM Vijayan)। জানালেন, এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) ফাইনালে খেলার কোনও সম্ভাবনাই নেই। 

Advertisements

দক্ষিণ ভারতীয় এক সংবাদ মাধ্যমে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন বিজয়ন। সেখানে কোনো রাখঢাক না রেখে পেশ করেছেন একের পর এক মন্তব্য। ‘ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আমরাই (কেরালা ব্লাস্টার্স) খেতাব অর্জন করবো। বাগান (এটিকে মোহন বাগান)? ওরাই তো হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ৩-১ গোলে হেরেছিল? আমরা হায়দরাবাদের বিরুদ্ধে ফাইনাল খেলবো। এবং আমরাই সেরা দল হিসেবে আত্মপ্রকাশ করবো ‘, বলেছেন বিজয়ন। 

   
ISL
বিতর্ক সঙ্গে নিয়েই মাঠে সন্দেশ ঝিঙ্গান।

সন্দেশ ঝিঙ্গন প্রসঙ্গে বলেছেন, ‘ ব্যক্তিগত ভাবে আমি এটিকে মোহন বাগানকে চাইছি শুধুমাত্র সন্দেশের জন্য। কিন্তু মনে হচ্ছে না তারা পারবে। হায়দরাবাদ এফসি এগিয়ে রয়েছে। সন্দেশের উচিৎ সুনীল ছেত্রীর কাছ থেকে দু একটা বিষয় শিখে নেওয়া।’

Advertisements

‘ সন্দেশের কাছ থেকে ওই ধরণের মন্তব্য কখনও আশা করেনি। ভারতীয় ফুটবলের সৌজন্যে ও নিজের পায়ের তলায় খানিকটা মাটি পেয়েছে। একজন পেশাদার ফুটবলারের কাছ থেকে এটুকু সৌজন্য আশা করা যায়। ওর মন্তব্য কেরালাকে আরও তাতিয়ে দিয়েছে।’