Tuesday, October 14, 2025
HomeSports NewsKerala Blasters: আইএসএলের এই তরুণ ফুটবলারের খেলায় মজেছেন বিজয়ন

Kerala Blasters: আইএসএলের এই তরুণ ফুটবলারের খেলায় মজেছেন বিজয়ন

বুধবার ঘরের মাঠে দর্শকদের সামনে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ভালো লড়াই দিয়েছিল। কিন্তু ফলাফল তাদের পক্ষে যায়নি। একাধিক তরুণ ও অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে মাঠে নামা কেরালা ব্লাস্টার্স মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ৩-৪ গোলে পরাজিত হয়েছে। ম্যাচের ফলাফল যাইহোক না কেন কয়েকজন তরুণ ফুটবলার এই ম্যাচে নজর কেড়েছেন। একজনের খেলা কিংবদন্তি আইএম বিজয়নের মনে ধরেছে।

Advertisements

বাগানের অভিজ্ঞ স্ট্রাইকাররা তাদের প্রতিদ্বন্দ্বীদের করা ব্যক্তিগত ভুল থেকে গোলের সুযোগ তৈরি করেছিল। সেই সঙ্গে ব্যক্তিগত দক্ষতার মিশেলে গোল তুলে নিতে ভুল করেননি বাগানের ফুটবলাররা। এই ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে সেটা আগে থেকে আশা করা হয়েছিল। কারণে অতীতে যখনই এই দল মুখোমুখি হয়েছে দর্শকরা হতাশ হননি।

Advertisements

প্লে-অফের বার্থের কাছাকাছি থাকা ব্লাস্টার্সদের এই হারে হতাশ হওয়ার কিছু নেই বলেই ভারতীয় ফুটবল প্রেমীদের কেউ কেউ মনে করছেন। ম্যাচ থেকে ইয়েলো ব্রিগেডের জন্য অনেক ইতিবাচক দিক রয়েছে। দলের পক্ষে অন্যতম বড় প্লাস পয়েন্ট মিডফিল্ডার ভিবিন মোহনানের দুর্দান্ত পারফরম্যান্স।

আই এম বিজয়নের মতে, ভিবিন মোহনান সবুজ মেরুন ব্রিগেডের বিরুদ্ধে মাঝমাঠে আত্মবিশ্বাসের সাথে খেলেছেন। দলের আক্রমণ গড়ার ক্ষেত্রে রেখেছেন অবদান। আদ্রিয়ান লুনার অনুপস্থিতিতে ব্লাস্টার্সের মাঝমাঠের শূন্যতা পূরণে ভিবিনকে উঠে আসতে দেখে ভালো লাগছিল। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছেন এবং ৫৪ তম মিনিটে একটি গোল করেছেন। আমার মতে, সে ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার যোগ্য ছিল।’ বিজয়নের আশা, খুব তাড়াতাড়ি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন ভিবিন মোহনান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments