iLeague: মহামেডানের বিরুদ্ধে জয়ের খোঁজে চার্চিল ব্রাদার্স

আইলিগে (iLeague) ২০২২-২৩ সেশনে এখনও জয়ের মুখ দেখেনি দু’বারের আইলিগ চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্স।এমন অবস্থায় ১২ দলের লিগে ১১ নম্বরে থাকা চার্চিল মঙ্গলবার মহামেডান স্পোটিংর বিরুদ্ধে…

Churchill Brothers

আইলিগে (iLeague) ২০২২-২৩ সেশনে এখনও জয়ের মুখ দেখেনি দু’বারের আইলিগ চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্স।এমন অবস্থায় ১২ দলের লিগে ১১ নম্বরে থাকা চার্চিল মঙ্গলবার মহামেডান স্পোটিংর বিরুদ্ধে প্রথম জয় তুলে নিতে প্রস্তুত।

Advertisements

ভাস্কোর,তিলক ময়দানে নামার আগে সাদা কালো শিবির মোটেও স্বস্তিতে নেই।লিগের শুরুটা মোটেও আশানুরূপ হয়নি মার্কাস জোসেফদের।প্রথম দু’ম্যাচ হেরে ঘরের মাঠে ব্যাক টু ব্যাক দু’ম্যাচে জয়ের মুখ দেখা ব্ল্যাক প্যাহ্নর্সরা শ্রীনিদি ডেকান এফসির বিরুদ্ধে নিজেদের শেষ খেলায় হেরে গিয়েছে।লিগে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ পজিশনে থাকা ফাসলু রহমানরা চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে উইনিং ট্র‍্যাকে ফিরে আসতে চাইছে।

Advertisements

অন্যদিকে,সময়টা মোটেও ভালো যাচ্ছে না চার্চিল ব্রাদার্সের। ৫ ম্যাচ থেকে মাত্র দু পয়েন্ট পেয়েছে গোয়ার এই ফুটবল টিম,যা তাদের নামের সম্মানের সঙ্গে এতটুকুও মিল খায় না।এমন আবহে সোমবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে চার্চিল ব্রাদার্সের সহকারী কোচ মাতেউস কস্তা বলেন, ‘মহামেডান খুবই শক্তিশালী প্রতিপক্ষ। আমরা আমাদের শেষ ম্যাচে ভালো করতে পারিনি তবে অনুশীলনের মাঠে কঠোর পরিশ্রম করছি এবং আশা করছি, আমরা আগামীকাল ফলাফল দেখতে পাব’।

দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামার কারণে উভয়ের কাছেই এই ম্যাচ কঠিন হতে চলেছে।ঘরের মাঠে মহামেডান এসসির বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো লড়াইতে মহামেডান ডিফেন্স লাইন কেমন পারফরম্যান্স করে এইদিকে নজর থাকবে সাদা কালো ব্রিগেডের ভক্তদের।