গোয়া এখন অতীত, এবার পার্সিজাপে নিজের সেরাটা দেওয়ার চ্যালেঞ্জ গুয়ারোটক্সেনার

ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে আইএসএল‌। তবে এবার এই ফুটবল লিগের ম্যাচ সংখ্যা কমেছে অনেকটাই। এছাড়াও রয়েছে আর্থিক দিক নিয়ে…

iker-guarrotxena-joins-persijap-after-fc-goa-exit

ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে আইএসএল‌। তবে এবার এই ফুটবল লিগের ম্যাচ সংখ্যা কমেছে অনেকটাই। এছাড়াও রয়েছে আর্থিক দিক নিয়ে ও যথেষ্ট চিন্তায় ক্লাব গুলি। এই সমস্ত কিছু মাথায় রেখেই গত কয়েক সপ্তাহে নিজেদের একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের রিলিজ করতে বাধ্য হয়েছে দল গুলি। যার মধ্যে অন্যতম এফসি গোয়া। জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে বোরহা হেরেরা, ডেভিড টিমোররা দল ছেড়েছিলেন আগেই। গত সপ্তাহের বৃহস্পতিবার আরেক স্প্যানিশ তারকার দল ছাড়ার কথা জানিয়েছিল গোয়া শিবির।

Advertisements

তিনি ইকের গুয়ারোটক্সেনা। সেই নিয়ে গত কয়েকদিন আগেই নিজের সোশ্যাল সাইটে তিনি লিখেছিলেন, ‘গোয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভারত, তুমি অসাধারণ। তুমি সবসময় আমার হৃদয়ের অংশ হয়ে থাকবে। তুমি আমাদের যে সুখ দিয়েছো তার জন্য আমি এবং আমার পরিবার চির কৃতজ্ঞ। প্রথমত, ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য পর্দার আড়ালে রবি পুস্কর যে সমস্ত কাজ করেছেন তাঁর জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই। প্রথম দিন থেকেই যখন অন্য কেউ আমাকে বিশ্বাস করতে পারেনি, তখন থেকেই আপনি আমাকে বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ।’

   

আরও লিখেছিলেন, ‘তোমরা আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর বছরগুলোর একটি উপভোগ করতে সাহায্য করেছো। ক্যামেরার পিছনে কাজ করা সকলের কাছে, যেমন ডিওন এবং ট্রেভর – তোমাদের ছাড়া, এই ক্লাবটি আগের মতো থাকত না।’এমনকি গোয়া দলের হয়ে খেলা কালীন তাঁর বন্ধু অশ্বিনের সঙ্গে ও বেশকিছু ছবি আপলোড করেছিলেন তিনি। যেটা নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। তবে এখন এসব অতীত। এবার নতুন ফুটবল দলের হয়েই নিজেকে মেলে ধরতে চান এই তারকা। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই তিনি যোগদান করেছেন ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাব পার্সিজাপ জেপারায়।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগেই এই ফুটবল দলে যোগদান করেছেন তাঁর এফসি গোয়া দলের সতীর্থ বোরহা হেরেরা। আইএসএলের পর এবার ইন্দোনেশিয়ান লিগে ও উভয়ের যুগলবন্দী দেখার আশায় ফুটবলপ্রেমীরা।

Advertisements