Home Sports News এফসি গোয়া ছেড়ে আবেগে ভাসলেন ইকের গুয়ারোটক্সেনা

এফসি গোয়া ছেড়ে আবেগে ভাসলেন ইকের গুয়ারোটক্সেনা

Iker Guarrotxena

গতবার যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই এবার শুরু করেছে এফসি গোয়া। আগের সিজনে শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ ঘরে তুলেছিল আইএসএলের এই ফুটবল দল। সেই ধারাবাহিকতা বজায় থেকেছে এবার। গত ডিসেম্বরে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে হারিয়ে এই সর্বভারতীয় খেতাব ধরে রেখেছে গোয়া শিবির। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। কিন্তু দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ আয়োজন নিয়ে ধোঁয়াশা বজায় ছিল বহুদিন। অবশেষে নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার মধ্য দিয়ে ঘোষণা হয় আইএসএলের দিনক্ষণ।

Advertisements

সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে দেশের এই ফুটবল লিগ। তবে এবার অনেকটাই কমছে ম্যাচের সংখ্যা। এছাড়াও রয়েছে আর্থিক দিক নিয়ে ও যথেষ্ট চিন্তায় ক্লাব গুলি। এই সমস্ত কিছু মাথায় রেখেই গত কয়েক সপ্তাহে নিজেদের একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের রিলিজ করতে বাধ্য হয়েছে দল গুলি। যার মধ্যে অন্যতম এফসি গোয়া। জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে বোরহা হেরেরা, ডেভিড টিমোররা দল ছেড়েছিলেন আগেই। এবার পারস্পরিক সম্মতিতে এফসি গোয়া ছাড়লেন ইকের গুয়ারোটক্সেনা (Iker Guarrotxena)।

   

গতকাল বেলায় নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই বিষয়টি জানিয়ে দিয়েছিল ম্যানেজমেন্ট। পরবর্তীতে নিজের প্রাক্তন দল নিয়ে আবেগঘন পোস্ট করেন এই ফুটবলার। যেখানে তিনি লেখেন, ‘ গোয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভারত, তুমি অসাধারণ। তুমি সবসময় আমার হৃদয়ের অংশ হয়ে থাকবে। তুমি আমাদের যে সুখ দিয়েছো তার জন্য আমি এবং আমার পরিবার চির কৃতজ্ঞ। প্রথমত, ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য পর্দার আড়ালে রবি পুস্কর যে সমস্ত কাজ করেছেন তাঁর জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই। প্রথম দিন থেকেই যখন অন্য কেউ আমাকে বিশ্বাস করতে পারেনি, তখন থেকেই আপনি আমাকে বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ।’

আরও লেখেন, ‘তোমরা আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর বছরগুলোর একটি উপভোগ করতে সাহায্য করেছো। ক্যামেরার পিছনে কাজ করা সকলের কাছে, যেমন ডিওন এবং ট্রেভর – তোমাদের ছাড়া, এই ক্লাবটি আগের মতো থাকত না। আমার বন্ধু চন্দনের কাছে, যে প্রতিটি স্তরে একজন অপরিহার্য ব্যক্তিত্ব হয়ে উঠেছে। ডাক্তার এবং ফিজিওদের কাছে, এবং লোকেশের কাছে, যিনি সর্বদা সেখানে ছিলেন, সবকিছু দিয়েছেন। আমার সকল সতীর্থদের প্রতি, এই ক্লাবের প্রকৃত সম্পদ হওয়ার জন্য, যা এর পথে আসা সমস্ত ভালো কাজের যোগ্য।সেইসাথে সমর্থকদের প্রতি, প্রতিদিন তোমাদের উৎসাহের জন্য। গোয়া, তুমি আমাকে খুশির অশ্রুতে কাঁদিয়েছ। অনেক ধন্যবাদ।’

Advertisements