মানোলো মার্কেজের উদ্দেশ্যে বিশেষ বার্তা স্টিমাকের

দিন কয়েক আগেই নতুন কোচের (Indian football coach) নাম ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেইমতো জাতীয় দলের দায়িত্ব পালন করবেন মানোলো মার্কেজ (Manolo Marquez)।  পাশাপাশি…

Igor Stimac's Special Message for Indian Football Coach Manolo Marquez

দিন কয়েক আগেই নতুন কোচের (Indian football coach) নাম ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেইমতো জাতীয় দলের দায়িত্ব পালন করবেন মানোলো মার্কেজ (Manolo Marquez)।  পাশাপাশি এবারের ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার দায়িত্বে ও থাকবেন এই স্প্যানিশ কোচ। শোনা গিয়েছে, জাতীয় দলের জন্য গোয়ার সঙ্গে যুক্ত নিজের দুই সহকারী কোচকেই বেছে নিয়েছেন তিনি। যদিও এখনো চূড়ান্ত হয়নি বিষয়টি।

তার মাঝেই জাতীয় দলের জন্য মানালোকে শুভেচ্ছা জানালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ ইগর স্টিমাক। সোমবার নিজের সোশ্যাল সাইটে তিনি লেখেন, ‘প্রিয় মানোলো, ভারতীয় দলের নতুন কোচ হিসেবে মনোনীত হওয়ার জন্য অনেক অভিনন্দন। যাত্রাটি সহজ হবে না। তবে ভারতীয় দলের ফুটবলারদের সঙ্গে আপনার অভিজ্ঞতাই কথা বলে। আপনি ব্লু-টাইগার্সদের পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত। তোমার জন্য শুভকামনা রইল বন্ধু।’

   

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় দলের সঙ্গে প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করবেন মানোলো। তার আগে নিজেকে প্রস্তুত শুরু করে নিচ্ছেন এই স্প্যানিশ কোচ। পূর্বে জাতীয় দলের দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘ভারতকে আমি আমার সেকেন্ড হোম বলেই মনে করি। এদেশের জাতীয় দলের দায়িত্ব আমার কাছে যথেষ্ট সম্মানের। এই দেশের মানুষের সঙ্গে আমার এক বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে বলেই আমি মনে করি। এই সুন্দর দেশে আশার পর থেকেই নিজেকে এখানকার একজন বলে মনে হয় আমার। দেশের ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সেরাটা দিতে চাই।’

বছর চারেক আগে আইএসএলের দল হায়দরাবাদ এফসির দায়িত্ব পালন করার জন্য ভারতে এসেছিলেন মানোলো মার্কেজ। সেই বছর একাধিক তরুণ ফুটবলার উঠে আসে নিজামের শহরের সেই ক্লাব থেকে। পরবর্তীতে তাঁর তত্ত্বাবধানে আইএসএল চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ এফসি। কিন্তু পরের বছর এফসি গোয়ার দায়িত্বে আসেন আইএসএল জয়ী এই কোচ। তাঁর দায়িত্ব গ্ৰহনে শেষ মরসুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে গোয়া শিবিরের।

সবদিক মাথায় রেখেই তাঁর হাতে দায়িত্ব তুলে দিয়েছে এআইএফএফ। আগামী অক্টোবর মাসে এই স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে ভারতীয় ফুটবল দল।