Manolo Márquez: ইস্টবেঙ্গলের ভুল ধরিয়ে দিলেন ইগোর স্টিম্যাচের পছন্দের কোচ

FC Goa Coach Manolo Marquez

ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (East Bengal FC Goa) ম্যাচের স্কোরলাইন অনেকের কাছে বিস্ময়কর। বিশেষত লাল হলুদ সমর্থকদের জন্য। এফসি গোয়া দলের কোচ মানালো মার্কয়েজ নিজেও স্বীকার করেছেন যে ইস্টবেঙ্গল ভালো খেলছিল। তফাৎটা হল কোথায়? সে ব্যাপারে আলোকপাত করেছেন মানালো মার্কয়েজ (Manolo Márquez)।

Advertisements

সম্প্রতি ভারতের জাতীয় দলের কোচ ইগোর স্টিম্যাচকে জিজ্ঞাসা করে হয়েছিল যে আগামী দিনে তার উত্তরসূরী হিসেবে কাকে দেখতে চাইবেন। স্টিম্যাচের স্পষ্ট উত্তর, “মানালো মার্কয়েজ”। সেই মানালো মানে এফসি গোয়ার কোচের মতে, “বিরতির আগে ইস্টবেঙ্গল ভালো খেলেছিল, বিরতির পর আমরা। আসলে গোলের সামনে ইস্টবেঙ্গলের থেকে আমরা ভালো খেলেছি। এখানেই দুই দলের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে ম্যাচে।”

ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের ‘হোম ম্যাচে’ জিতলেও প্রতিপক্ষকে খেলার পরেও সমীহ করেছেন এফসি গোয়া কোচ। তিনি বলেছেন, “ইস্টবেঙ্গলের মধ্যে নতুন কিছু দেখিনি। ইস্টবেঙ্গলের ভালো দল, প্রচুর সম্ভাবনা রয়েছে। আসলে প্রতিযোগিতা ক্রমে কঠিন হচ্ছে। এটা ভালো জিনিস যে প্রতি রাউন্ডে প্রত্যেক দল সমান সংখ্যক ম্যাচ খেলছে।”

Advertisements

নিজের দলের খেলায় খুশি মানালো মার্কয়েজ। চলতি মরসুমে দল আরও ভালো খেলতে পারে বলে তিনি আশাবাদী, “তিন ম্যাচ নয় পয়েন্ট পেয়েছি আমরা। ক্রম তালিকার এক অথবা দুই, শীর্ষে চলে যাওয়ার মতো ক্ষমতা আমাদের রয়েছে। আপাতত আমাদের নজরে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হতে চলা আগামী ম্যাচ। এই খেলাটাও কঠিন হবে।”