Intercontinental Cup: লেবাননের বিপক্ষে দল নামানোর আগে ‘বিস্ফোরক’ স্টিমাচ

গত ম্যাচে ভানুয়াতু কে পরাজিত করে ইন্টারকন্টিনেন্টালে কাপের (Intercontinental Cup) ফাইনালে স্থান করে নিয়েছে ভারতীয় ফুটবল দল। তবে আগামী বৃহষ্পতিবার টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ খেলবে ইগর স্টিমাচের (Igor Stimac) দল।

Igor Stimac

গত ম্যাচে ভানুয়াতুকে পরাজিত করে ইন্টারকন্টিনেন্টালে কাপের (Intercontinental Cup) ফাইনালে স্থান করে নিয়েছে ভারতীয় ফুটবল দল। তবে আগামী বৃহষ্পতিবার টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ খেলবে ইগর স্টিমাচের (Igor Stimac) দল। প্রতিপক্ষ লেবানন। হিসেব করে দেখতে গেলে এটি নিয়ম রক্ষার ম্যাচ হলেও প্রতিপক্ষ কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কোচ। আসলে টুর্নামেন্টের এই সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো ফল করেই গ্রুপ পর্ব শেষ করতে চান তিনি। সেইমতো নিজেদের সবচেয়ে সেরা একদশ নামানোর কথাই শোনা গিয়েছে।

Advertisements

এই ম্যাচ প্রসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইগর স্টিমাচ বলেন, আমরা এবার ঘরের মাটিতে খেলছি। আমরা সর্বদা জেতার লক্ষ্য নিয়েই নামি। আর সেটাই করতে চাই। গত ম্যাচে লেবানন কিরকম পারফরম্যান্স করেছে সেটা বড়ো কথা নয়। তবে আমাদের জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে এই ফুটবল ম্যাচ। কারন ওদের দলে অনেক শক্তিশালী ফুটবলার রয়েছে। তবে ওদের বেশকিছু দুর্বলতা ও রয়েছে। সেটা আমাদের চোখে পড়েছে। তবে এটি আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ।

বিজ্ঞাপন

আসলে গত দুই ম্যাচ জেতার দরুন ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে স্থান পাকা হয়ে গেলেও হাতে কলমে লেবাননের বিপক্ষে খেলতেই হবে এই তৃতীয় ম্যাচ। তবে সেখানেই সব শেষ নয়। ভারত যদি লেবানন কে পরাজিত করতে পারে তাহলে ফিফা তালিকায় আসতে পারে বড়সড় বদল। তাই যেকেনো মূল্যেই লেবানন ম্যাচ জিততে চায় সুনীল ব্রিগেড।