
হাতে আর মাত্র কটা দিন। তারপরেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ (CFL)। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে শুরু হবে কলকাতা ফুটবল লিগ। যেখানে প্রথম ম্যাচ খেলতে হবে গতবারের চ্যাম্পিয়ন দল মহামেডান স্পোর্টিং ক্লাবকে। যতদূর জানা গিয়েছে, কিশোর ভারতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফুটবল ম্যাচ। এখন সেদিকেই নজর রয়েছে বাংলার ফুটবলপ্রেমী মানুষদের।
উল্লেখ্য, গত বছরের অনবদ্য পারফরম্যান্স করে ও চূড়ান্ত সাফল্য পায়নি ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল ক্লাব। এবার নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ময়দানের বাকি এই দুই প্রধান।
তবে বিগত কয়েক মরশুম ধরেই ম্যাচ পরিচালনা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল দেশের ক্লাব ফুটবলের বিভিন্ন টুর্নামেন্ট থেকে। একাধিক ক্ষেত্রে ম্যাচ রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তে বদলে গিয়েছে পরিস্থিতি। যা নিঃসন্দেহে ফুটবলের ক্ষেত্রে অত্যন্ত নিন্দনীয় বিষয়। কয়েকদিন আগেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে একটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে বসেন কোরিয়ান রেফারি। পরবর্তীতে সেই ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হতেই ক্ষোভে ফেঁটে পড়ে নেটাগরিকরা। সমস্ত কিছু মাথায় রেখেই এবার মরশুম শুরুর আগে রেফারিংয়ের ক্ষেত্রে বাড়তি নজর ফুটবল ফেডারেশনের।
সেজন্য এবারের এই প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু হওয়ার পূর্বে জাপানের রেফারি ইন্সট্রাক্টর ইসিয়ামা নোবেরুকে আনতে চলেছে ফুটবল ফেডারেশন। মূলত ভারতীয় রেফারিদের বিশেষ ট্রেনিং দেবেন তিনি। সেক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে ময়দানের এক ক্লাব তাঁবুকে।










