কলকাতা, ১৩ সেপ্টেম্বর: পুজোর আমেজ কাটতে না কাটতেই সম্ভবত রাজ্য ফুটবলে ফিরছে ঐতিহ্যশালী টুর্নামেন্ট আইএফএ শিল্ড (IFA Shiled)। বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ (IFA) ফের শিল্ড আয়োজনের তোড়জোড় শুরু করেছে। শুক্রবার সর্ব ভারতীয় ফুটবল সংস্থার (AIFF) তরফ থেকে পাঠানো চিঠিতে শিল্ড আয়োজনের জন্য সবুজ সংকেত পাওয়ার পরই নতুন করে জেগে উঠেছে আশা।
India vs Pakistan : ভারত বনাম পাক ম্যাচ বিনামূল্যে কোথায় দেখবেন? রইল সম্ভাব্য একাদশ
প্রসঙ্গত, ২০২১ সালে শেষবার আয়োজিত হয়েছিল আইএফএ শিল্ড। তারপর নানা প্রশাসনিক জটিলতা ও সময় সংকটের কারণে বন্ধ ছিল এই প্রতিযোগিতা। এর আগেও একাধিকবার সময় চেয়ে ফেডারেশনের কাছে আবেদন জানিয়েছিল আইএফএ, কিন্তু প্রতিবারই মৌখিক আশ্বাস ছাড়া কিছু মেলেনি। অবশেষে শুক্রবার লিখিত অনুমোদন মেলায় আইএফএ’র অন্দরে দেখা দিয়েছে স্বস্তির হাওয়া।
অক্টোবরেই শিল্ড আয়োজনের চিন্তা
চলতি মরসুমে আইএসএল শুরু হতে এখনও কয়েক মাস সময় লাগতে পারে। এরই মাঝে ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে সুপার কাপ, যা চলবে প্রায় একমাস। এই দুই বড় প্রতিযোগিতার মাঝে আইএফএ চাইছে অক্টোবরের শুরুতেই শিল্ড আয়োজন করতে। পুজো শেষ হওয়ার পরপরই যাতে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে, সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে সংস্থা।
Sanju Samson : পাক ম্যাচে কত নম্বরে সঞ্জু? ব্যাটিং লাইনআপ ঘোষণা কোচের!
আইএফএ সূত্রে জানা গিয়েছে, শনিবার পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসছে সংস্থা। সেখানে শিল্ড আয়োজনের সম্ভাব্য সময়সূচি, ভেন্যু ও দল বাছাই নিয়ে আলোচনা হবে। এরপরই বিভিন্ন ক্লাবকে চিঠি দিয়ে প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত কথা বলবে আইএফএ।
বিদেশি ক্লাবের সম্ভাবনা কম
আইএফএ শিল্ডের আকর্ষণ বাড়াতে অতীতে বিদেশি ক্লাবগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এবছর সময়ের অভাবে সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদিও ফেডারেশন জানিয়েছে, কোনও বিদেশি ক্লাব অংশ নিলে ভিসা সংক্রান্ত সহায়তা তারা করবে। কিন্তু আইএফএ মনে করছে হাতে সময় কম থাকায় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে বিদেশি দল আনা প্রায় অসম্ভব। তাই দেশের প্রথমসারির ক্লাবগুলিকেই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হবে।
প্রতিযোগিতার ফরম্যাট নির্ভর করবে দলের সংখ্যার উপর
এবার কতগুলি দল শিল্ডে অংশ নিতে চায়, তার উপর নির্ভর করবে ফরম্যাট ও সূচি। আইএফএ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে চিঠি দিয়ে ক্লাবগুলোর আগ্রহ যাচাই করা হবে। এরপরই নির্ধারিত হবে ম্যাচের সংখ্যা, গ্রুপ পর্ব থাকছে কি না, নকআউট পদ্ধতিতে হবে কি না? সবকিছুই ঠিক হবে ক্লাবগুলোর সাড়া অনুযায়ী।
India vs Pakistan : ভারত-পাক ম্যাচে অস্বাভাবিক চিত্র! ইতিহাসে প্রথমবার বড় সিদ্ধান্ত আয়োজকদের
IFA expects to receive shortly the approval from AIFF to host IFA Shield.
Since the proposed window for IFA Shield, is much before the estimated start date of Super Cup, IFA is pretty hopeful about receiving approval from Kalyan´s AIFF for the IFA Shield.
( Parallel Sports ) pic.twitter.com/9Pt7za4oaN— EAST BENGAL News Analysis (@QEBNA) September 10, 2025
IFA Shiled like to returns after 3 yeras later AIFF approved letter