প্রকাশ্যে IFA শিল্ডের সূচি, কবে মুখোমুখি হচ্ছে ইস্ট-মোহন?

দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। প্রকাশ্যে এল ২০২৫ সালের আইএফএ শিল্ডের (IFA Shield 2025 Schedule) সূচি। আগেই জানা গিয়েছিল, এই বছরের…

IFA Shiled 2025 schedule Mohun Bagan SG & East Bengal in different groups possible derby final at VYBK Stadium

দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। প্রকাশ্যে এল ২০২৫ সালের আইএফএ শিল্ডের (IFA Shield 2025 Schedule) সূচি। আগেই জানা গিয়েছিল, এই বছরের প্রতিযোগিতায় ছয়টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করল আইএফএ। যদিও মোহনবাগান (Mohun Bagan SG) ও ইস্টবেঙ্গলকে (East Bengal) রাখা হয়েছে দু’টি আলাদা গ্রুপে। ফলে গ্রুপ পর্বে ডার্বির সম্ভাবনা নেই। তবে দুই প্রধান যদি ফাইনালে পৌঁছয়, তাহলে যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে পারে ডার্বি ম্যাচ (Kolkata Football News)।

Advertisements

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, “এবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। তাই তাদের ম্যাচ দিয়েই শিল্ডের যাত্রা শুরু হচ্ছে। চেষ্টা করছি কলকাতার দলগুলোর খেলা শহরের মধ্যেই করতে, যাতে সমর্থকরা মাঠে এসে খেলা দেখতে পারেন।”

   

সূচি অনুযায়ী ইস্টবেঙ্গলের ম্যাচগুলি:

৮ অক্টোবর: শ্রীনিধি ডেকান বনাম ইস্টবেঙ্গল

১৪ অক্টোবর: নামধারী এফসি বনাম ইস্টবেঙ্গল

মোহনবাগানের সূচি:

৯ অক্টোবর: মোহনবাগান বনাম গোকুলাম কেরালা

১৫ অক্টোবর: মোহনবাগান বনাম ইউনাইটেড স্পোর্টস

দুই গ্রুপের ম্যাচ শেষ হওয়ার পর সরাসরি ফাইনাল খেলা হবে। সম্ভাব্য তারিখ ১৮ অক্টোবর। সুপার কাপে অংশগ্রহণকারী দলগুলিকে ছেড়ে দেওয়ার জন্যই আগেভাগে শিল্ড শেষ করার পরিকল্পনা নিয়েছে আইএফএ। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে পারে কিশোরভারতী স্টেডিয়ামে। যদিও টিকিটের দাম ও বিক্রির পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি, তবে কয়েক দিনের মধ্যেই সে বিষয়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইএফএ (IFA Shield 2025 Schedule)।

এ বছর আইএফএ শিল্ডে যে দলগুলি অংশ নিচ্ছে, তারা হলো:

গ্রুপ ‘এ’: ইস্টবেঙ্গল, শ্রীনিধি ডেকান, নামধারী এফসি

গ্রুপ ‘বি’: মোহনবাগান, গোকুলাম কেরালা, ইউনাইটেড স্পোর্টস

IFA Shiled 2025 schedule Mohun Bagan SG & East Bengal in different groups

খেলাগুলি দুপুর ৩টে থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। তবে ফাইনালের সময়সূচি (IFA Shield 2025 Schedule) এখনও নির্ধারণ হয়নি। যদি দুই প্রধান দলই ফাইনালে ওঠে, তবে যুবভারতীতে সেই ম্যাচ আয়োজন করা হবে, এমনটাই আশ্বাস দিয়েছে আইএফএ।

একসময় ভারতের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হত আইএফএ শিল্ড। বহু বছর পর আবারও টুর্নামেন্টটিকে ঘিরে উন্মাদনা ফিরে আসছে। আর ডার্বির সম্ভাবনা থাকলে সেই উত্তেজনা আরও দ্বিগুণ হবে তা বলাই বাহুল্য। এখন দেখার, শেষ পর্যন্ত ফাইনালে দেখা যাবে কি না লাল-হলুদ বনাম সবুজ-মেরুনের সেই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই!

IFA Shiled 2025 schedule Mohun Bagan SG & East Bengal in different groups possible derby final at VYBK Stadium